নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে ছাত্রদল ও এনসিপির পৃথক সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকাগুলোতে আজ রোববার যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি সামাল দিতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগ মোড়ে ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’, কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ‘জনসমাবেশ’ এবং সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান ঘিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশ এবং বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত শহীদ মিনারে এনসিপির জনসমাবেশ চলবে। পাশাপাশি, ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জুলাই জাগরণ’।
এসব কর্মসূচির কারণে আজ রোববার সকাল থেকেই সমাবেশস্থলগুলোতে জনসমাগম বাড়তে থাকে। বেলা ১১টার পর শাহবাগ মোড় কার্যত বন্ধ হয়ে যায়। তবে জরুরি যানবাহন চলাচলে সহায়তা করতে দেখা যায় ছাত্রদলের কর্মীদের।
ডিএমপি জানিয়েছে, বিকল্প সড়ক হিসেবে হেয়ার রোড, মিন্টু রোড, নীলক্ষেত, পলাশী, বাংলামোটর ও দোয়েল চত্বর ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাঁটাবন মোড়, মৎস্য ভবন মোড়, টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকা থেকে শাহবাগ অভিমুখে যান চলাচল সীমিত রাখা হবে। প্রয়োজনে এসব পয়েন্টে যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে।
এ অবস্থায় ঢাকাবাসীকে যথাসম্ভব উল্লিখিত এলাকা এড়িয়ে চলাচলের অনুরোধ করেছে ডিএমপি। বিশেষ করে এইচএসসি, সমমান ও বিসিএস পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে রেখে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজধানীতে ছাত্রদল ও এনসিপির পৃথক সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকাগুলোতে আজ রোববার যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি সামাল দিতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগ মোড়ে ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’, কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ‘জনসমাবেশ’ এবং সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান ঘিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশ এবং বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত শহীদ মিনারে এনসিপির জনসমাবেশ চলবে। পাশাপাশি, ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জুলাই জাগরণ’।
এসব কর্মসূচির কারণে আজ রোববার সকাল থেকেই সমাবেশস্থলগুলোতে জনসমাগম বাড়তে থাকে। বেলা ১১টার পর শাহবাগ মোড় কার্যত বন্ধ হয়ে যায়। তবে জরুরি যানবাহন চলাচলে সহায়তা করতে দেখা যায় ছাত্রদলের কর্মীদের।
ডিএমপি জানিয়েছে, বিকল্প সড়ক হিসেবে হেয়ার রোড, মিন্টু রোড, নীলক্ষেত, পলাশী, বাংলামোটর ও দোয়েল চত্বর ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাঁটাবন মোড়, মৎস্য ভবন মোড়, টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকা থেকে শাহবাগ অভিমুখে যান চলাচল সীমিত রাখা হবে। প্রয়োজনে এসব পয়েন্টে যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে।
এ অবস্থায় ঢাকাবাসীকে যথাসম্ভব উল্লিখিত এলাকা এড়িয়ে চলাচলের অনুরোধ করেছে ডিএমপি। বিশেষ করে এইচএসসি, সমমান ও বিসিএস পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে রেখে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আটতলা নতুন ভবনের ষষ্ঠ তলায় শিশু ওয়ার্ডে আগুনে প্রাণহানির ঘটনা না ঘটলেও আতঙ্কে রোগী ও স্বজনদের হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লাগা আগুনে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...
২৪ মিনিট আগে
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
৩৯ মিনিট আগে
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় পেট্রলপাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন চালক কামাল হোসেন।
১ ঘণ্টা আগে
পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র, গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম।
১ ঘণ্টা আগে