নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান ১-এ অবস্থিত গুলশান শপিং সেন্টার ভেঙে ফেলা হবে। এটি ভাঙার রায় গতকাল সোমবার বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে ভবনটি ভাঙতে শান্তা হোল্ডিংসের আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
গত বছর গুলশান শপিং সেন্টারের ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনটি সিলগালা করে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পরে ভবনটির সিলগালা খুলে ভাঙার অনুমতি চেয়ে ডিএনসিসিতে আবেদন করে বাণী চিত্র লিমিটেড ও চলচ্চিত্র লিমিটেডের নিযুক্ত আমমোক্তার শান্তা হোল্ডিংস লিমিটেড। অনুমতি না পেয়ে শান্তা হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম হাবিবুল বাসিত হাইকোর্টে রিট করেন।
ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। পরে রুল নিষ্পত্তি করে রায়ে শান্তা হোল্ডিংসকে নিজ খরচে ভবনটি ভাঙার নির্দেশ দেওয়া হয়। এতে ডিএনসিসিকে সহযোগিতা করতে বলা হয়। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বাণী চিত্র লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র লিমিটেডের পরিচালক জিয়া ইয়ামীন। চেম্বার আদালত ওই আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। শুনানি শেষে গতকাল তা খারিজ করেন আপিল বিভাগ।
বাণী চিত্র ও চলচ্চিত্রের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। শান্তা হোল্ডিংসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। জিয়া ইয়ামীনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মুস্তাফিজুর রহমান খান।
আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ পরে আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট শান্তা হোল্ডিংসকে নিজ খরচে ৩০ দিনের মধ্যে ভবনটি ভাঙতে নির্দেশ দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে জিয়া ইয়ামীনের করা লিভ টু আপিল গতকাল আপিল বিভাগ খারিজ করায় ভবনটি ভাঙতে শান্তা হোল্ডিংসের আইনগত কোনো বাধা নেই।

রাজধানীর গুলশান ১-এ অবস্থিত গুলশান শপিং সেন্টার ভেঙে ফেলা হবে। এটি ভাঙার রায় গতকাল সোমবার বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে ভবনটি ভাঙতে শান্তা হোল্ডিংসের আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
গত বছর গুলশান শপিং সেন্টারের ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনটি সিলগালা করে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পরে ভবনটির সিলগালা খুলে ভাঙার অনুমতি চেয়ে ডিএনসিসিতে আবেদন করে বাণী চিত্র লিমিটেড ও চলচ্চিত্র লিমিটেডের নিযুক্ত আমমোক্তার শান্তা হোল্ডিংস লিমিটেড। অনুমতি না পেয়ে শান্তা হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম হাবিবুল বাসিত হাইকোর্টে রিট করেন।
ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। পরে রুল নিষ্পত্তি করে রায়ে শান্তা হোল্ডিংসকে নিজ খরচে ভবনটি ভাঙার নির্দেশ দেওয়া হয়। এতে ডিএনসিসিকে সহযোগিতা করতে বলা হয়। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বাণী চিত্র লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র লিমিটেডের পরিচালক জিয়া ইয়ামীন। চেম্বার আদালত ওই আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। শুনানি শেষে গতকাল তা খারিজ করেন আপিল বিভাগ।
বাণী চিত্র ও চলচ্চিত্রের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। শান্তা হোল্ডিংসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। জিয়া ইয়ামীনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মুস্তাফিজুর রহমান খান।
আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ পরে আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট শান্তা হোল্ডিংসকে নিজ খরচে ৩০ দিনের মধ্যে ভবনটি ভাঙতে নির্দেশ দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে জিয়া ইয়ামীনের করা লিভ টু আপিল গতকাল আপিল বিভাগ খারিজ করায় ভবনটি ভাঙতে শান্তা হোল্ডিংসের আইনগত কোনো বাধা নেই।

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েক জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঘটকচরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে থারমাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে মো. আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহতসহ তিনজন আহত হয়েছেন।
১৭ মিনিট আগে
রাতে দুই ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দেন। তাঁরা বলেন, বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানকে তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী সমর্থন দিতে। ১৯ জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
২২ মিনিট আগে
কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ৩৫ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা। আজ রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষানবিশ চিকিৎসকদের বৈঠক শেষে এ কথা জানান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
২৫ মিনিট আগে