নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষকের মারধরে অভিমান করে ইসরাত জাহান সামিয়া (১৩) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আবদুর রব মাস্টারের বাড়ি থেকে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই বাড়ির ওয়াসিমের মেয়ে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি আরও বলেন, শিক্ষকের মারধরের বিষয়টি আমরা প্রাথমিকভাবে জেনেছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে তাঁকে আটক করা হবে।
জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি উপজেলার চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সামিয়াকে বেত দিয়ে মারধর করেন শিক্ষক। স্কুলছাত্রীর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে আত্মগোপন করেছেন অভিযুক্ত শিক্ষক নাজিম উদ্দিন।
সামিয়ার মা নাজমুন নাহার অভিযোগ করে বলেন, গত ২৯ ফেব্রুয়ারি চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজিম উদ্দিন ক্লাস নেওয়ার সময় ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি মা–বাবার প্রতি ভালোবাসার বিষয়ে কথা বলেন। ক্লাস শেষে সামিয়া সহপাঠীদের বলে, ‘আমিও ভালোবাসি আমার মা–বাবাকে।’ কিন্তু তার দুই সহপাঠী শিক্ষক নাজিম উদ্দিনের কাছে সামিয়ার কথাগুলো ভিন্নভাবে উপস্থাপন করে। এতে নাজিম উদ্দিন ক্ষিপ্ত হয়ে শ্রেণিকক্ষে ফিরে এসে সামিয়াকে বেত দিয়ে বেদম পেটাতে থাকেন। এতে সে একপর্যায়ে বমি করতে থাকে। তখন প্রাথমিক চিকিৎসা দিয়ে ওষুধসহ তাকে বাড়ি পাঠিয়ে দেন ওই শিক্ষক।
ঘটনার চার দিন পর আজ সকালে সামিয়া মাকে নিয়ে স্কুলে গিয়ে অভিযোগ দেবে বলে জানায়। কিন্তু সামিয়াকে তাঁর মা বলেন, ‘তুমি আরও সুস্থ হও, এরপর স্কুলে গিয়ে তোমাকে পেটানোর বিষয়ে শিক্ষক ও প্রধান শিক্ষককে জিজ্ঞেস করব।’ এরপর দুপুরের পরিবারের লোকজনের অগোচরে সামিয়া নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষকের মারধরে অভিমান করে ইসরাত জাহান সামিয়া (১৩) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আবদুর রব মাস্টারের বাড়ি থেকে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই বাড়ির ওয়াসিমের মেয়ে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি আরও বলেন, শিক্ষকের মারধরের বিষয়টি আমরা প্রাথমিকভাবে জেনেছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে তাঁকে আটক করা হবে।
জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি উপজেলার চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সামিয়াকে বেত দিয়ে মারধর করেন শিক্ষক। স্কুলছাত্রীর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে আত্মগোপন করেছেন অভিযুক্ত শিক্ষক নাজিম উদ্দিন।
সামিয়ার মা নাজমুন নাহার অভিযোগ করে বলেন, গত ২৯ ফেব্রুয়ারি চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজিম উদ্দিন ক্লাস নেওয়ার সময় ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি মা–বাবার প্রতি ভালোবাসার বিষয়ে কথা বলেন। ক্লাস শেষে সামিয়া সহপাঠীদের বলে, ‘আমিও ভালোবাসি আমার মা–বাবাকে।’ কিন্তু তার দুই সহপাঠী শিক্ষক নাজিম উদ্দিনের কাছে সামিয়ার কথাগুলো ভিন্নভাবে উপস্থাপন করে। এতে নাজিম উদ্দিন ক্ষিপ্ত হয়ে শ্রেণিকক্ষে ফিরে এসে সামিয়াকে বেত দিয়ে বেদম পেটাতে থাকেন। এতে সে একপর্যায়ে বমি করতে থাকে। তখন প্রাথমিক চিকিৎসা দিয়ে ওষুধসহ তাকে বাড়ি পাঠিয়ে দেন ওই শিক্ষক।
ঘটনার চার দিন পর আজ সকালে সামিয়া মাকে নিয়ে স্কুলে গিয়ে অভিযোগ দেবে বলে জানায়। কিন্তু সামিয়াকে তাঁর মা বলেন, ‘তুমি আরও সুস্থ হও, এরপর স্কুলে গিয়ে তোমাকে পেটানোর বিষয়ে শিক্ষক ও প্রধান শিক্ষককে জিজ্ঞেস করব।’ এরপর দুপুরের পরিবারের লোকজনের অগোচরে সামিয়া নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
৩৪ মিনিট আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
৩৮ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে