Ajker Patrika

নাফ নদ থেকে আটক ২ কিশোরকে ফেরত দিল আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি
নাফ নদ থেকে আটক ২ কিশোরকে ফেরত দিল আরাকান আর্মি

মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশের দুই কিশোরকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার আরাকান আর্মি ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। 

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটক ওই দুই কিশোর কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইলের জাফর আলমের ছেলে মো. ছাবের (১৪) এবং একই গ্রামের মো. মনজুরের ছেলে আব্দুর রহমান (১২)। 

বিজিবি জানিয়েছে, গত ১৩ আগস্ট হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-১২ থেকে আনুমানিক ৬০০ গজ উত্তর দিকে নাফ নদে মাছ ধরতে যায় দুই কিশোর। সেখান থেকে তাদের আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। 

এ বিষয়ে লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী আজকের পত্রিকাকে বলেন, ‘আটক দুজনের পরিবারের তথ্যের ভিত্তিতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে এবং সার্বক্ষণিক প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে তাদের শুক্রবার বাংলাদেশে ফেরত আনা হয়। পরে বিজিবি দুই কিশোরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

ইসলামী আন্দোলন জোট ছাড়বে, প্রত্যাশা করিনি: আসিফ মাহমুদ

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত