Ajker Patrika

লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে ২ দিন পর নৌ চলাচল শুরু

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১২: ০৩
লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌ চলাচল শুরু। ছবি: আজকের পত্রিকা
লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌ চলাচল শুরু। ছবি: আজকের পত্রিকা

ঘূর্ণিঝড় দানার প্রভাবে দুই দিন বন্ধ থাকার পর লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌ চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার পর থেকে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।

ফেরিঘাটের ম্যানেজার আতিকুজ্জামান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। মেঘনায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে দুই দিন ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের দুই পারে আটকা পড়েছে কয়েক শ পণ্যবাহী ট্রাক। দুই-এক দিনের মধ্যে সব পণ্যবাহী ট্রাক পারাপার হবে বলে আশা করেন তিনি। একই কথা জানিয়েছেন ভোলার ইলিশা ফেরিঘাটের ম্যানেজার মো. কাউছার।

গত বুধবার বিকেল থেকে বৈরী আবহাওয়ার কারণে এই রুটে ফেরি-লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। তাতে মজুচৌধুরীরহাট ঘাটে কয়েক শ যাত্রী আটক পড়ে চরম দুর্ভোগে পড়তে হয়।

ঈদ-পূজাসহ সরকারি ছুটিতে এই রুটে যাত্রীদের ভিড় থাকে। এ ছাড়া প্রতিদিন লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে ফেরি ও লঞ্চে কয়েক শ পণ্যবাহী গাড়ি ও হাজারো মানুষ যাতায়াত করে। লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে পাঁচটি ফেরি এবং বরিশাল রুটে ১১টি লঞ্চ চলাচল করছে। এর মধ্যে দুটি লঞ্চ বরিশাল এবং বাকি ৯টি ভোলা রুটের।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ প্রার্থী, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত