প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান দেলোয়ার হোসেন (৪৫) নামে এক রোগী। স্বামীর মৃত্যুর পর উন্মাদের মতো আচরণ করতে থাকেন স্ত্রী কুলসুমা বেগম। ছুরি হাতে চিকিৎসক–নার্সসহ অন্য রোগী ও স্বজনদের আঘাত করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মেঝেতে।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এই ঘটনা ঘটে। কোভিডে মৃত দেলোয়ার হোসেন ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম রুপসা গ্রামের জালাল বাশারের ছেলে।
আইসোলেশন ওয়ার্ডে প্রত্যক্ষদর্শী মিশন বেপারীসহ একাধিক জন জানান, তিন দিন ধরে কুলসুমা বেগম স্বামীকে নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আছেন। ভর্তি হওয়ার পর থেকে কোনো আত্মীয়–স্বজন তাঁদের খোঁজখবর নিতে আসেনি। এ পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কুলসুমা।
তাঁর স্বামীর অক্সিজেন লেভেল অনেক কম ছিল। তিনি আজ বেলা ১২টায় করোনা ওয়ার্ডেই মারা যান। চোখের সামনে স্বামীর এমন মৃত্যু দৃশ্য দেখে উদভ্রান্তের মতো আচরণ করেন কুলসুমা বেগম। ফল কাটার ছুরি নিয়ে ডাক্তার এবং নার্সদের ধাওয়া করেন। অন্য রোগীর স্বজনদেরও ছুরি উঁচিয়ে ভয় দেখান। ১০/১৫ মিনিট ছুরি হাতে হাসপাতালে আতঙ্ক ছড়ান কুলসুমা। এরপর অচেতন হয়ে হাসপাতালের মেঝেতে লুটিয়ে পড়েন।
এ ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই শাহরিন ঘটনাস্থলে গিয়ে হাজির হন। ততক্ষণেও কুলসুমার জ্ঞান ফেরেনি।
দেলোয়ার হোসেনের ভাগিনা নজরুল ইসলাম জানান, তাঁর মামা দীর্ঘদিন কুয়েতে ছিলেন। সেখানেই তাঁর শরীরে বিভিন্ন রোগ ধরা পড়ে। চিকিৎসা করালেও সুস্থ হননি। তাই চিকিৎসার জন্য চার–পাঁচ বছর আগে দেশে ফেরেন। তিনদিন আগে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, দেলোয়ার হোসেন গত ৪ আগস্ট আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তাঁর অক্সিজেন লেভেল অনেক কম ছিল, ৬৫ দশমিক ১ শতাংশ। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
তিনি আরও বলেন, আজ বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আমরা শুনেছি, তাঁর স্ত্রী ফল কাটার ছুরি নিয়ে মানুষকে ধাওয়া করেছেন। অতি শোকে হয়তো তিনি সহিংস আচরণ করেছেন। অবশ্য অল্প সময়ের মধ্যেই অচেতন হয়ে পড়ে গেছেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান দেলোয়ার হোসেন (৪৫) নামে এক রোগী। স্বামীর মৃত্যুর পর উন্মাদের মতো আচরণ করতে থাকেন স্ত্রী কুলসুমা বেগম। ছুরি হাতে চিকিৎসক–নার্সসহ অন্য রোগী ও স্বজনদের আঘাত করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মেঝেতে।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এই ঘটনা ঘটে। কোভিডে মৃত দেলোয়ার হোসেন ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম রুপসা গ্রামের জালাল বাশারের ছেলে।
আইসোলেশন ওয়ার্ডে প্রত্যক্ষদর্শী মিশন বেপারীসহ একাধিক জন জানান, তিন দিন ধরে কুলসুমা বেগম স্বামীকে নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আছেন। ভর্তি হওয়ার পর থেকে কোনো আত্মীয়–স্বজন তাঁদের খোঁজখবর নিতে আসেনি। এ পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কুলসুমা।
তাঁর স্বামীর অক্সিজেন লেভেল অনেক কম ছিল। তিনি আজ বেলা ১২টায় করোনা ওয়ার্ডেই মারা যান। চোখের সামনে স্বামীর এমন মৃত্যু দৃশ্য দেখে উদভ্রান্তের মতো আচরণ করেন কুলসুমা বেগম। ফল কাটার ছুরি নিয়ে ডাক্তার এবং নার্সদের ধাওয়া করেন। অন্য রোগীর স্বজনদেরও ছুরি উঁচিয়ে ভয় দেখান। ১০/১৫ মিনিট ছুরি হাতে হাসপাতালে আতঙ্ক ছড়ান কুলসুমা। এরপর অচেতন হয়ে হাসপাতালের মেঝেতে লুটিয়ে পড়েন।
এ ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই শাহরিন ঘটনাস্থলে গিয়ে হাজির হন। ততক্ষণেও কুলসুমার জ্ঞান ফেরেনি।
দেলোয়ার হোসেনের ভাগিনা নজরুল ইসলাম জানান, তাঁর মামা দীর্ঘদিন কুয়েতে ছিলেন। সেখানেই তাঁর শরীরে বিভিন্ন রোগ ধরা পড়ে। চিকিৎসা করালেও সুস্থ হননি। তাই চিকিৎসার জন্য চার–পাঁচ বছর আগে দেশে ফেরেন। তিনদিন আগে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, দেলোয়ার হোসেন গত ৪ আগস্ট আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তাঁর অক্সিজেন লেভেল অনেক কম ছিল, ৬৫ দশমিক ১ শতাংশ। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
তিনি আরও বলেন, আজ বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আমরা শুনেছি, তাঁর স্ত্রী ফল কাটার ছুরি নিয়ে মানুষকে ধাওয়া করেছেন। অতি শোকে হয়তো তিনি সহিংস আচরণ করেছেন। অবশ্য অল্প সময়ের মধ্যেই অচেতন হয়ে পড়ে গেছেন।

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
৩৭ মিনিট আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
৪১ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে