Ajker Patrika

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

বগুড়ার আদমদীঘিতে কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে বায়েজিদ হোসেন (২২) নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে বগুড়া আদালতে সোপর্দ করা হয়। এর আগে সকালে ওই কিশোরীর বাবা তাঁর বিরুদ্ধে আদমদীঘি থানায় ধর্ষণের মামলা করেন। 

অভিযুক্ত বায়েজিদ হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কশব হেদায়েতী গ্রামের বাসিন্দা। 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার প্রতিদিনের মতো পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ওই কিশোরী। রাত ২টার দিকে শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে,বায়েজিদ হোসেন ওই কিশোরীর মুখে রুমাল চেপে ঝোপের নিয়ে যান এবং তাকে ধর্ষণ করেন।

একপর্যায়ে ওই কিশোরীর চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে উঠে ঘটনাস্থলে আসেন। তখন বায়েজিদ দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বায়েজিদ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদমদীঘি থানায় মামলা করেন। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ধর্ষণের অভিযোগে আজ দুপুরের আগে বায়েজিদকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারাকাসে মার্কিন হামলার সময় নিহত কিউবার ৩২ যোদ্ধা

আজকের রাশিফল: নিজেকে নেতা ভাবার আগে বিনয়ী হোন, পকেটমারের ভয় আছে

আসামে ৫.৪ মাত্রার ভূমিকম্প, অনুভূত বাংলাদেশেও

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিকেলে নেওয়ার সিদ্ধান্তে দুশ্চিন্তায় চাকরিপ্রার্থীরা

কলম্বিয়ায় হামলা চালানোর প্রস্তাব ভালো, পতনে উন্মুখ কিউবা: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত