বগুড়া প্রতিনিধি

‘ভুয়া’ নম্বরপ্লেট ব্যবহার করে মাইক্রোবাস চালানো এবং সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বগুড়া সদর থানার এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) গোলাম রসুলের ব্যবহার করা মাইক্রোবাসটিও জব্দ করেছে পুলিশ। এসআই গোলাম রসুল দু’মাস আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে বগুড়া সদর থানায় এসে যোগ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রেস ক্লাবে যাওয়ার পথে চকযাদু রোডে দৈনিক করতোয়া অফিসের সামনে যানজটে আটকা পড়েন। তিনি দেখতে পান সামনে রাস্তার ওপরে সাদা রঙের একটি মাইক্রোবাস দাঁড় করিয়ে রাখার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তিনি মোটরসাইকেল নিয়ে সামনে গিয়ে চালককে মাইক্রোবাসটি সামনের দিকে নিতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে নয়নের সঙ্গে অসদাচরণ করেন সাদা পোশাকে থাকা এসআই গোলাম রসুল। তিনি তাঁর মোটরসাইকেলের চাবিও ছিনিয়ে নেন। মোটরসাইকেলের লাইসেন্স দেখতে চান তিনি।
বিষয়টি সাংবাদিক নয়ন তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীকে জানালে গোলাম রসুল চাবি ফিরিয়ে দিয়ে চলে যান।
পরে এ ঘটনার প্রতিবাদে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন সাংবাদিক নেতারা। এ সময় কয়েকজন সংবাদকর্মী এসআইয়ের সেই মাইক্রোবাসের নম্বরের (ঢাকা-মেট্রো-চ-৭১-৩২৭৩) বিষয়ে বিআরটিএতে গিয়ে খোঁজ নেন। বিআরটিএর দপ্তর থেকে জানানো হয়, তাদের অনলাইন সার্ভারে এ নম্বরের গাড়ির কোনো তথ্য নেই। কারণ ‘চ-৭১’ সিরিয়ালের কোনো গাড়ির রেজিস্ট্রেশন বিআরটিএতে হয়নি। অবশ্য বগুড়ার ট্রাফিক পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম জানিয়েছেন ‘চ’ সিরিয়ালের গাড়ি সাধারণত অ্যাম্বুলেন্সে ব্যবহৃত হয়। তবে ওই নম্বরটি আদৌ সঠিক কি-না তা যাচাই করতে গাড়িটি জব্দ করা হয়েছে।
সাংবাদিক নেতারা দেখা করার পর পুলিশ সুপার তাৎক্ষণিক ভাবে ওই এসআইকে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করার নির্দেশ দেন। তিনি পুরো ঘটনা খতিয়ে দেখে বিভাগীয় ব্যবস্থা নিতে অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ দিকে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বগুড়া প্রেস ক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) পৃথক বিবৃতি দিয়েছে। বগুড়া প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবু, আব্দুল মোত্তালিব মানিক, এসএম কাওছার, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, সাজ্জাদ হোসেন পল্লবসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাহী পরিষদের সদস্য প্রদীপ ভট্টাচার্য্য শংকর, এএইচএম আকতরুজ্জামান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক জেএম রউফসহ নির্বাহী পরিষদ সদস্যরা বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

‘ভুয়া’ নম্বরপ্লেট ব্যবহার করে মাইক্রোবাস চালানো এবং সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বগুড়া সদর থানার এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) গোলাম রসুলের ব্যবহার করা মাইক্রোবাসটিও জব্দ করেছে পুলিশ। এসআই গোলাম রসুল দু’মাস আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে বগুড়া সদর থানায় এসে যোগ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রেস ক্লাবে যাওয়ার পথে চকযাদু রোডে দৈনিক করতোয়া অফিসের সামনে যানজটে আটকা পড়েন। তিনি দেখতে পান সামনে রাস্তার ওপরে সাদা রঙের একটি মাইক্রোবাস দাঁড় করিয়ে রাখার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তিনি মোটরসাইকেল নিয়ে সামনে গিয়ে চালককে মাইক্রোবাসটি সামনের দিকে নিতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে নয়নের সঙ্গে অসদাচরণ করেন সাদা পোশাকে থাকা এসআই গোলাম রসুল। তিনি তাঁর মোটরসাইকেলের চাবিও ছিনিয়ে নেন। মোটরসাইকেলের লাইসেন্স দেখতে চান তিনি।
বিষয়টি সাংবাদিক নয়ন তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীকে জানালে গোলাম রসুল চাবি ফিরিয়ে দিয়ে চলে যান।
পরে এ ঘটনার প্রতিবাদে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন সাংবাদিক নেতারা। এ সময় কয়েকজন সংবাদকর্মী এসআইয়ের সেই মাইক্রোবাসের নম্বরের (ঢাকা-মেট্রো-চ-৭১-৩২৭৩) বিষয়ে বিআরটিএতে গিয়ে খোঁজ নেন। বিআরটিএর দপ্তর থেকে জানানো হয়, তাদের অনলাইন সার্ভারে এ নম্বরের গাড়ির কোনো তথ্য নেই। কারণ ‘চ-৭১’ সিরিয়ালের কোনো গাড়ির রেজিস্ট্রেশন বিআরটিএতে হয়নি। অবশ্য বগুড়ার ট্রাফিক পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম জানিয়েছেন ‘চ’ সিরিয়ালের গাড়ি সাধারণত অ্যাম্বুলেন্সে ব্যবহৃত হয়। তবে ওই নম্বরটি আদৌ সঠিক কি-না তা যাচাই করতে গাড়িটি জব্দ করা হয়েছে।
সাংবাদিক নেতারা দেখা করার পর পুলিশ সুপার তাৎক্ষণিক ভাবে ওই এসআইকে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করার নির্দেশ দেন। তিনি পুরো ঘটনা খতিয়ে দেখে বিভাগীয় ব্যবস্থা নিতে অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ দিকে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বগুড়া প্রেস ক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) পৃথক বিবৃতি দিয়েছে। বগুড়া প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবু, আব্দুল মোত্তালিব মানিক, এসএম কাওছার, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, সাজ্জাদ হোসেন পল্লবসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাহী পরিষদের সদস্য প্রদীপ ভট্টাচার্য্য শংকর, এএইচএম আকতরুজ্জামান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক জেএম রউফসহ নির্বাহী পরিষদ সদস্যরা বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
২৪ মিনিট আগে
পেশাগত নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের টিকে থাকার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। মতাদর্শ, প্রতিষ্ঠান কিংবা সংগঠনভেদে বিভক্তি থাকলেও পেশাগত স্বার্থে সাংবাদিকদের অবস্থান হওয়া উচিত অভিন্ন। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত গণমাধ্যম...
২৫ মিনিট আগে