ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে জমিজমা নিয়ে বিরোধের জেরে পারভীন আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে তাঁর দেবর বিল্টু সরকার কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মরিচতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পারভীন আক্তার একই গ্রামের জাহাঙ্গীর সরকারের স্ত্রী। এ ঘটনায় পারভীন আক্তার তাঁর দেবরসহ তিনজনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারভীন আক্তারের পরিবারের সঙ্গে তাঁর দেবর বিল্টু সরকারের পরিবারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকাল ৭টার দিকে বিল্টু সরকার বাড়ির আঙিনায় পায়ে হাঁটার রাস্তায় বেড়া দিয়ে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
পারভীন আক্তারের পরিবারের ঘর থেকে বের হওয়ার একমাত্র রাস্তা এটি। এ কারণে বাধ্য হয়ে রাস্তায় বেড়া দেওয়ার প্রতিবাদ করেন তিনি। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্টু সরকার ক্ষুব্ধ হয়ে হাতে থাকা কাস্তে দিয়ে পারভীনকে আঘাত করেন। এতে তাঁর ডান হাতে জখম হয়।
এ সময় পারভীন আক্তারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিল্টু সরকার কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে স্বজনেরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করান। এ ঘটনায় পারভীন আক্তার বাদী হয়ে বিল্টু সরকারসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত বিল্টু সরকার বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে ভাবির সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তাঁকে কোনো প্রকার আঘাত করা হয়নি। আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, গৃহবধূর অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বগুড়ার ধুনটে জমিজমা নিয়ে বিরোধের জেরে পারভীন আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে তাঁর দেবর বিল্টু সরকার কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মরিচতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পারভীন আক্তার একই গ্রামের জাহাঙ্গীর সরকারের স্ত্রী। এ ঘটনায় পারভীন আক্তার তাঁর দেবরসহ তিনজনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারভীন আক্তারের পরিবারের সঙ্গে তাঁর দেবর বিল্টু সরকারের পরিবারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকাল ৭টার দিকে বিল্টু সরকার বাড়ির আঙিনায় পায়ে হাঁটার রাস্তায় বেড়া দিয়ে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
পারভীন আক্তারের পরিবারের ঘর থেকে বের হওয়ার একমাত্র রাস্তা এটি। এ কারণে বাধ্য হয়ে রাস্তায় বেড়া দেওয়ার প্রতিবাদ করেন তিনি। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্টু সরকার ক্ষুব্ধ হয়ে হাতে থাকা কাস্তে দিয়ে পারভীনকে আঘাত করেন। এতে তাঁর ডান হাতে জখম হয়।
এ সময় পারভীন আক্তারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিল্টু সরকার কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে স্বজনেরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করান। এ ঘটনায় পারভীন আক্তার বাদী হয়ে বিল্টু সরকারসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত বিল্টু সরকার বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে ভাবির সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তাঁকে কোনো প্রকার আঘাত করা হয়নি। আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, গৃহবধূর অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৮ ঘণ্টা আগে