নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনে প্লাস্টিক কারখানার কর্মচারী রাকিব হাওলাদার হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদ তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সকালে তিনজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
১৬ বছরের কিশোর রাকিব হাওলাদার চকবাজারের হোসনী দালান এলাকায় কাজল প্লাস্টিক কারখানায় কাজ করত। ৫ আগস্ট দুপুরে সে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে অংশগ্রহণ করে। মিছিলটি চানখাঁরপুল পৌঁছালে সে গুলিবিদ্ধ হয়। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা জাহাঙ্গীর হোসেন চকবাজার থানার মামলা দায়ের করেন। মামলায় হাজি সেলিম এক নম্বর, সৈকত ও মানিক এজাহারনামীয় আসামি।
মামলার অভিযোগে বলা হয়, পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা মিছিলে গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হন রাকিব।
গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, হাজি সেলিম, সৈকত ও মানিক এজাহারনামীয় আসামি। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা হোক। তদন্তের স্বার্থে ভবিষ্যতে তাঁদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হবে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাজধানীর বংশালের একটি বাসা থেকে গভীর রাতে আটক করা হয় হাজি সেলিমকে। ২ সেপ্টেম্বর তাঁকে লালবাগের শিক্ষার্থী খালিদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে গত ৪ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়।
তানভীর হাসান সৈকতকে গত ৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপন থাকা অবস্থায় আটক করা হয়। বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রিমান্ডে নেওয়া হয়। গত ১ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান ভূঁইয়া মানিককে গত ২২ আগস্ট লালবাগ কেল্লার মোড় থেকে আটক করা হয়। পরে তাঁকে লালবাগ থানার খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলা ও নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে প্লাস্টিক কারখানার কর্মচারী রাকিব হাওলাদার হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদ তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সকালে তিনজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
১৬ বছরের কিশোর রাকিব হাওলাদার চকবাজারের হোসনী দালান এলাকায় কাজল প্লাস্টিক কারখানায় কাজ করত। ৫ আগস্ট দুপুরে সে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে অংশগ্রহণ করে। মিছিলটি চানখাঁরপুল পৌঁছালে সে গুলিবিদ্ধ হয়। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা জাহাঙ্গীর হোসেন চকবাজার থানার মামলা দায়ের করেন। মামলায় হাজি সেলিম এক নম্বর, সৈকত ও মানিক এজাহারনামীয় আসামি।
মামলার অভিযোগে বলা হয়, পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা মিছিলে গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হন রাকিব।
গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, হাজি সেলিম, সৈকত ও মানিক এজাহারনামীয় আসামি। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা হোক। তদন্তের স্বার্থে ভবিষ্যতে তাঁদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হবে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাজধানীর বংশালের একটি বাসা থেকে গভীর রাতে আটক করা হয় হাজি সেলিমকে। ২ সেপ্টেম্বর তাঁকে লালবাগের শিক্ষার্থী খালিদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে গত ৪ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়।
তানভীর হাসান সৈকতকে গত ৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপন থাকা অবস্থায় আটক করা হয়। বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রিমান্ডে নেওয়া হয়। গত ১ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান ভূঁইয়া মানিককে গত ২২ আগস্ট লালবাগ কেল্লার মোড় থেকে আটক করা হয়। পরে তাঁকে লালবাগ থানার খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলা ও নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
৩৭ মিনিট আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
৪০ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে