আজকের পত্রিকা ডেস্ক

নারীদের কর্মসংস্থানে প্রতিবন্ধকতা দূর করতে অন্তর্বর্তী সরকারের শ্রম বিষয়ক সংস্কার কমিশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার মোয়াজ্জেম। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত ‘বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা, কিশোরী ও যুবাদের কাজের সুযোগ ও কর্মব্যবস্থা’ বিষয়ক সংলাপে তিনি এ আহ্বান জানান।
খন্দকার মোয়াজ্জেম বলেন, নানামুখী প্রতিবন্ধকতার কারণে জেলা পর্যায়ে কিশোরী ও তরুণীদের জন্য চাকরির বাজার অনেক চ্যালেঞ্জিং। যে কারণে শহুরে নারীদের চেয়ে গ্রামীণ নারীরা পিছিয়ে রয়েছে।
অনুষ্ঠানে পিছিয়ে পড়া জেলা কিশোরগঞ্জের শ্রমবাজার নিয়ে একটি জরিপ তুলে ধরে খন্দকার মোয়াজ্জেম বলেন, প্রত্যন্ত এলাকাগুলোতে স্থানীয় সরকারের কার্যক্রমের আওতা বাড়াতে হবে। নারীদের কর্মসংস্থান বাড়াতে ফ্রি ট্রেনিং, উপজেলা লেভেলে ইনসেন্টিভের ব্যবস্থা করা এবং কৃষি ও ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে পেইড ইন্টার্নশিপের ব্যবস্থা করা প্রয়োজন।
সংলাপে বলা হয়, সামাজিক-সাংস্কৃতিক সংস্কার, চলাফেরার বিধিনিষেধ এবং বাল্যবিয়ের কারণে অনেক তরুণীকে শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থান থেকে ঝরে পড়তে হয়। বাজার-ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচিতেও নারীরা কম সুযোগ পায়। ফ্রিল্যান্সিং, স্বাস্থ্যসেবা এবং আইটির মতো সেক্টরে, নারীরা আরও সম্পৃক্ত হতে পারলে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথোরিটির (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ। তিনি বলেন, একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি ছাড়া দক্ষতার ইকোসিস্টেম তৈরি করা যায় না। সবাইকে অন্তর্ভুক্ত করা দরকার, এবং তাদের দক্ষতার চাহিদা অবশ্যই পূরণ করতে হবে। এনএসডিএ ইতিমধ্যে প্রতিটি জেলার অনন্য শক্তি এবং বিশেষত্বের ওপর ভিত্তি করে দক্ষতা বিকাশের উদ্যোগ নিয়েছে।
বিশেষ অতিথি শ্রম অধিকার সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, দক্ষতার ঘাটতি দূর করুন এবং কর্মসংস্থান নিশ্চিত করুন। তরুণদের জন্য কর্মসংস্থানের একটি সুস্পষ্ট পথ নির্দেশনা তৈরি করা প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন সিপিডির বোর্ড অব ট্রাস্টি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গণস্বাক্ষর অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, সামাজিক-সাংস্কৃতিক বাধা এবং বৈচিত্র্যময় দক্ষতা বিকাশের অভাব তরুণ মহিলাদের পূর্ণ অংশগ্রহণকে বাধাগ্রস্ত করে চলেছে, বিশেষ করে কিশোরগঞ্জের মতো গ্রামাঞ্চলে। এই বাধাগুলো কাটিয়ে উঠতে কাজ করতে হবে।
সভায় কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে আঞ্চলিক অর্থনৈতিক চাহিদার জন্য তৈরি দক্ষতা উন্নয়ন কোর্সের বিকাশ, নারীদের পেশাদার ভূমিকার জন্য প্রস্তুত করা, প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা।

নারীদের কর্মসংস্থানে প্রতিবন্ধকতা দূর করতে অন্তর্বর্তী সরকারের শ্রম বিষয়ক সংস্কার কমিশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার মোয়াজ্জেম। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত ‘বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা, কিশোরী ও যুবাদের কাজের সুযোগ ও কর্মব্যবস্থা’ বিষয়ক সংলাপে তিনি এ আহ্বান জানান।
খন্দকার মোয়াজ্জেম বলেন, নানামুখী প্রতিবন্ধকতার কারণে জেলা পর্যায়ে কিশোরী ও তরুণীদের জন্য চাকরির বাজার অনেক চ্যালেঞ্জিং। যে কারণে শহুরে নারীদের চেয়ে গ্রামীণ নারীরা পিছিয়ে রয়েছে।
অনুষ্ঠানে পিছিয়ে পড়া জেলা কিশোরগঞ্জের শ্রমবাজার নিয়ে একটি জরিপ তুলে ধরে খন্দকার মোয়াজ্জেম বলেন, প্রত্যন্ত এলাকাগুলোতে স্থানীয় সরকারের কার্যক্রমের আওতা বাড়াতে হবে। নারীদের কর্মসংস্থান বাড়াতে ফ্রি ট্রেনিং, উপজেলা লেভেলে ইনসেন্টিভের ব্যবস্থা করা এবং কৃষি ও ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে পেইড ইন্টার্নশিপের ব্যবস্থা করা প্রয়োজন।
সংলাপে বলা হয়, সামাজিক-সাংস্কৃতিক সংস্কার, চলাফেরার বিধিনিষেধ এবং বাল্যবিয়ের কারণে অনেক তরুণীকে শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থান থেকে ঝরে পড়তে হয়। বাজার-ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচিতেও নারীরা কম সুযোগ পায়। ফ্রিল্যান্সিং, স্বাস্থ্যসেবা এবং আইটির মতো সেক্টরে, নারীরা আরও সম্পৃক্ত হতে পারলে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথোরিটির (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ। তিনি বলেন, একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি ছাড়া দক্ষতার ইকোসিস্টেম তৈরি করা যায় না। সবাইকে অন্তর্ভুক্ত করা দরকার, এবং তাদের দক্ষতার চাহিদা অবশ্যই পূরণ করতে হবে। এনএসডিএ ইতিমধ্যে প্রতিটি জেলার অনন্য শক্তি এবং বিশেষত্বের ওপর ভিত্তি করে দক্ষতা বিকাশের উদ্যোগ নিয়েছে।
বিশেষ অতিথি শ্রম অধিকার সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, দক্ষতার ঘাটতি দূর করুন এবং কর্মসংস্থান নিশ্চিত করুন। তরুণদের জন্য কর্মসংস্থানের একটি সুস্পষ্ট পথ নির্দেশনা তৈরি করা প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন সিপিডির বোর্ড অব ট্রাস্টি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গণস্বাক্ষর অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, সামাজিক-সাংস্কৃতিক বাধা এবং বৈচিত্র্যময় দক্ষতা বিকাশের অভাব তরুণ মহিলাদের পূর্ণ অংশগ্রহণকে বাধাগ্রস্ত করে চলেছে, বিশেষ করে কিশোরগঞ্জের মতো গ্রামাঞ্চলে। এই বাধাগুলো কাটিয়ে উঠতে কাজ করতে হবে।
সভায় কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে আঞ্চলিক অর্থনৈতিক চাহিদার জন্য তৈরি দক্ষতা উন্নয়ন কোর্সের বিকাশ, নারীদের পেশাদার ভূমিকার জন্য প্রস্তুত করা, প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে