Ajker Patrika

সালমানের নয়নের মণিকে যে রাখে সুখে

সালমানের নয়নের মণিকে যে রাখে সুখে

সালমান খানের নয়নের মণি, ছোট বোন অর্পিতা খান শর্মার সপ্তম বিবাহবার্ষিকী। ঠিক ৭ বছর আগে ১৮ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন অর্পিতা। পাত্র আয়ুষ শর্মা। ২০১৪ সালে হায়দরাবাদে রাজকীয়ভাবে বিয়ে হয়েছিল তাঁদের। সপ্তম বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে শুভেচ্ছাও জানিয়েছেন।

সন্তানদের নিয়ে আয়ুষ শর্মা ও অর্পিতা খানএদিন স্ত্রী অর্পিতাকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করেন অভিনেতা আয়ুষ। ছবিতে স্ত্রীকে আগলে রাখতে দেখা গেছে তাঁকে। ক্যাপশনে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা। ভাবতেই পারছি না, দেখতে দেখতে সাতটা বছর কেটে গেল। তোমার মতো এমন একজন সঙ্গীকে আমার জীবনে পাঠিয়ে ঈশ্বর আমার উপর অনেক আশির্বাদ দিয়েছেন। তুমি যেভাবে আমার অত্যন্ত খারাপ জোকস এবং বোকা বোকা নানা কথাবার্তা প্রশ্রয় দিয়েছো। তোমার জন্য খুব খুব গর্ববোধ হয়। আর একটা কথা বলতে চাই। যত দিন যাচ্ছে, আমার বুদ্ধি কিন্তু আরও লোপ পাচ্ছে। তাই তার জন্য তৈরি থেকো।’

অন্যদিকে, সপ্তম বিবাহবার্ষিকীতে অভিনেতা স্বামীর সঙ্গে খুনসুটির একটি ছবি পোস্ট করেন অর্পিতা। মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁদের এই খুনসুটিতে ভরা ছবিটা আচমকা তোলা হয়েছিল বলে জানান অর্পিতা।

ভাই সালমান খানের সঙ্গে অর্পিতা খানএদিন বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে দীর্ঘ পোস্টে অর্পিতা লেখেন, ‘সপ্তম বিবাববার্ষিকীর অনেক শুভেচ্ছা আমার ভালোবাসা। আমি যখন ৮ বছরে পা রাখার এই যাত্রায় ফিরে তাকাই, একটা ছেলেকে পুরুষে পরিণত হতে দেখি। একজন পুত্র হয়েছে বাবা। আমার সেরা বন্ধু থেকে আমার চিরজীবনের সঙ্গী হতে দেখেছি। আমি আমাদের যাত্রাকে লালন করি এবং পরবর্তীকালে সুখী হতে চাই। বলে বোঝাতে পারব না তোমাকে কতটা ভালোবাসি। কতটা তোমার সঙ্গে ঝগড়া করতে ভালোবাসি এবং তোমাকে কষ্ট দিতে কতটা ভালোবাসি। কিন্তু সবচেয়ে বিষয়, বলে বোঝাতে পারব না তোমাকে নিয়ে কতটা গর্বিত আমি’।

আয়ুষ শর্মা ও অর্পিতা খান২০১৪ সালে ধুমধাম করে অর্পিতার বিয়ে দিয়েছিলেন সালমান। হায়দরাবাদের তাজ ফলকনামায় বসেছিল এই বিয়ের আসর। বোনের জীবনের বিশেষ দিনটা উৎসবে আয়োজনে ভরে তুলতে কোনো কমতি রাখেননি, তাঁর তিন ভাইজান- সালমান, আরবাজ ও সোহেল। অনেকেই জানেন, সালমান খানের বাবা সেলিম খান ও তাঁর দ্বিতীয় স্ত্রী হেলেনের দত্তক কন্যা অর্পিতা। কিন্তু সালমানদের চোখের মণি বোন অর্পিতা। ভগ্নিপতি আয়ুষের ক্যারিয়ার গড়ে দিচ্ছেন সালমান।

আয়ুষ এবং অর্পিতার দুই ছেলে মেয়ে-আহিল ও আয়াত। ২০১৯ সালে সালমানের জন্মদিনের দিনই আয়াতের জন্ম দিয়েছেন অর্পিতা। প্রিয় ভাইজানকে এটাই ছিল তাঁর জন্মদিনের উপহার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...