রোববার, ০৬ অক্টোবর ২০২৪

সেকশন

 

৩২-এ পা আমিনের

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৪:৫২

আমিন খান। ছবি: সংগৃহীত চলচ্চিত্রে অভিনয়জীবনের ৩১ বছর পূর্ণ করে ৩২-এ পা দিলেন চিত্রনায়ক আমিন খান। ১৯৯৩ সালের ১ অক্টোবর মোহাম্মদ হোসেন পরিচালিত সনি কথাচিত্র প্রযোজিত ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সিনে জগতে অভিষেক হয় তাঁর। তারও আগে তাঁর চাচা আবু হাসান খানের (প্রয়াত) অনুপ্রেরণায় ১৯৯০ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমে অংশ নেন আমিন। ১৯৯২ সালের ২৪ ডিসেম্বর আমিন খানেরই জন্মদিনে তাঁর প্রথম সিনেমার শুটিং শুরু হয়। ১৯৯৩ সালের ১ অক্টোবর সারা দেশের ৮০টি সিনেমা হলে মুক্তি পায় অবুঝ দুটি মন। প্রথম সিনেমা মুক্তির আগেই আমিন খান চুক্তিবদ্ধ হয়েছিলেন বাদল খন্দকারের ‘দুনিয়ার বাদশা’ সিনেমায়। আমিনের তৃতীয় সিনেমা এফ আই মানিকের ‘বীর সন্তান’।

দীর্ঘ ক্যারিয়ারে আমিন খানের নায়িকা হয়েছেন চাঁদনী, মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমাসহ অনেকে। আমিন খান অভিনীত আলোচিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘তোমার আমার প্রেম’,‘ ঠেকাও মাস্তান’, ‘মুখোমুখি’, ‘ফুল নেবো না অশ্র নেবো’, ‘হৃদয়ের বন্ধন’, ‘বিপদজনক’, ‘টোকাই থেকে হিরো’, ‘মরণকামড়’, ‘চাকরের প্রেম’, ‘বিরোধীদল’, ‘আজ গায়ে হলুদ’ ইত্যাদি।

আমিন খান বলেন, ‘বাবা-মায়ের পর আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার চাচা আবু হাসান খানের প্রতি। তিনি আমাকে নতুন মুখের সন্ধানে নাম দেওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিলেন। কৃতজ্ঞ মোহাম্মদ হোসেন ভাইয়ের প্রতি; কারণ, তাঁর প্রযোজনা সংস্থা থেকে আমাকে নিয়ে প্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয়। আমি কৃতজ্ঞ বাদল খন্দকার, এফ আই মানিক, মনতাজুর রহমান আকবরসহ সব পরিচালক, প্রযোজক, আমার সহশিল্পী, সিনেমাটোগ্রাফারসহ সংবাদমাধ্যম ও দর্শকের প্রতি।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     

    এত দিন উত্তর দিয়েছেন, এবার প্রশ্ন করবেন অপু বিশ্বাস

    পুনর্গঠিত হলো চলচ্চিত্রবিষয়ক জাতীয় পরামর্শক কমিটি

    আবার মা হচ্ছেন কোয়েল মল্লিক

    সামাজিক হেনস্তার শিকার জ্যোতিকা জ্যোতি

    ‘আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি!’

    রাফীর পরিচালনায় ‘লায়ন’ সিনেমায় জিৎ ও রাজ

    ক্যাম্পাসে গণতন্ত্রচর্চার রাজনীতি চাই

    ব্যবসায় প্রচলিত ৩ অনৈতিকতা

    আটকে গেল সালমান-সামিরার প্রেমকাহিনি

    ভিএফএক্সে ভর করে বদলে যাচ্ছে বলিউড

    এসআই নিয়োগ প্রস্তুতির ১২ পরামর্শ

    প্রথমবার ওয়েবে রুবেল সঙ্গে পূজা চেরি