রোববার, ০৬ অক্টোবর ২০২৪

সেকশন

 

ঢাকায় জমে উঠছে এশিয়ান পর্যটন মেলা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০৯

ঢাকায় জমে উঠছে এশিয়ান পর্যটন মেলা। ছবি: আজকের পত্রিকা দর্শনার্থীদের আনাগোনায় ঢাকায় জমে উঠছে এশিয়ান পর্যটন মেলা। আজ শুক্রবার মেলার দ্বিতীয় দিনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রথম দুই দিনের তুলনায় মানুষের চাপ বেড়েছে। 

আয়োজকেরা বলছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশে প্রথম আন্তর্জাতিক এই পর্যটন মেলা মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে। এটি দেশের পর্যটন খাতের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 

‘খুলবে পর্যটনের দুয়ার—এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার শুরু হয় ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৪। মেলার উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এ কে এম আফতাব হোসাইন প্রামাণিক। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। পর্যটনশিল্পে গতি ফেরাতে তিন দিনব্যাপী এ ট্যুরিজম ফেয়ার চলবে ২১ সেপ্টেম্বর (শনিবার) পর্যন্ত। 

১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশসহ মালদ্বীপ, চীন, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভুটান, সিঙ্গাপুরের শতাধিক পর্যটন সংস্থা অংশ নিয়েছে। মেলায় থাকছে আসন্ন পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিংসহ বিশেষ ছাড়ের ব্যবস্থা। 

মেলায় দৃষ্টিনন্দন স্টল করেছে চায়না দূতাবাস। দূতাবাসের কর্মী তন্নী রহমান বলেন, ‘আমরা চায়নার বিভিন্ন পর্যটন গন্তব্যের তথ্য মেলায় আসা দর্শনার্থীদের কাছে তুলে ধরছি। দর্শনার্থীদের মধ্যে যাঁরা চায়নার পর্যটন ভিসার জন্য আবেদন করবেন, তাঁদের ভিসা প্রাপ্তিতে আমরা বিশেষ সহযোগিতা করব।’ 

মেলায় ঘুরতে আসা পর্যটন ব্যবসায়ী এমদাদুল হক বলেন, ‘বিভিন্ন দেশের এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে মেলায় এসেছি। মালদ্বীপ ও সিঙ্গাপুরের এজেন্সির সঙ্গে কথা বলতে পেরেছি।’ তবে তিনি অভিযোগ করেন, মেলায় বেশ কিছু স্টলে হোটেল-রিসোর্টের পার্টনারশিপ শেয়ার বিক্রি করছে, যা পর্যটন মেলার সৌন্দর্য ক্ষুণ্ন করেছে। 

দেশীয় পর্যটনের নতুন গন্তব্য খুঁজতে মেলায় এসেছেন দর্শনার্থী খালিদ সাইফুল্লাহ মাহমুদ। তিনি বলেন, গৎবাঁধা কিছু গন্তব্য ছাড়া দেশীয় পর্যটনের খুব বেশি বিকাশ হয়নি। তবে এই মেলায় টাঙ্গুয়ার হাওর, সুন্দরবন ও নিঝুম দ্বীপের কিছু প্যাকেজ ভালো লেগেছে। 

মেলায় অংশ নিয়েছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মেলার দর্শনার্থীদের জন্য সংস্থাটি কানাডার টরন্টো, চায়নার গুয়াংজু, ভারতে দিল্লিসহ আন্তর্জাতিক দশটি গন্তব্যে টিকিটে ১৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। 

নদী ভ্রমণের প্যাকেজে একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি দিচ্ছে ঢাকা ডিনার ক্রুজ। প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. সোহেল বলেন, ‘বাই ওয়ান, গেট ওয়ান প্যাকেজে একটি টিকিটে দুজন ভ্রমণ করতে পারবেন। এই ভ্রমণের আওতায় মুরাপাড়া জমিদারবাড়ি ও রূপসী জামদানিপল্লি ভ্রমণ করতে পারবেন।’ 

আন্তর্জাতিক পর্যটন মেলা মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে। ছবি: আজকের পত্রিকা মেলার একটি স্টলে ফিলিপাইনের বিভিন্ন আকর্ষণীয় পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে চামড়ার ব্যাগ, জুতা, মুক্তার মালা, মজাদার খাবার, বিশেষ সাবান। সেখানে ফিলিপাইনের অনুমোদিত তিনটি এজেন্সি বিভিন্ন ভ্রমণ প্যাকেজ অফার করছে। 

পর্যটন বিচিত্রার আয়োজনে এশিয়ান ট্যুরিজম ফেয়ার প্রথম শুরু হয় ২০১০ সালে। পর্যটন বিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল আজকের পত্রিকাকে বলেন, পর্যটনশিল্পে গতি ফেরাতে বাংলাদেশের পর্যটন আকর্ষণকে দেশ-বিদেশের মানুষের কাছে আরও জনপ্রিয় করতেই এই মেলার আয়োজন। আঞ্চলিক পর্যটনশিল্পের সঙ্গে আন্তর্জাতিক সেতুবন্ধন করাই এই মেলা আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     

    রিটেইল স্টার্টআপ অ্যাওয়ার্ড পেল ‘ফুডি’

    ‘কারখানায় যেতে ভয় লাগে’, কেন বললেন প্রাণের মালিক

    ৭ ভঙ্গুর অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশ

    পোশাকশিল্পে অস্থিরতার মধ্যেও পণ্য রপ্তানি বেড়েছে ১৬ শতাংশ

    জাকাত ব্যবস্থা কার্যকর হলে চরম দারিদ্র্যের অবসান হতো: পরিকল্পনা উপদেষ্টা

    লভ্যাংশ বিতরণে অনিয়ম, ১৪ কোম্পানির চেয়ারম্যান-এমডিকে তলব

    পানির নিচে দুই শতাধিক গ্রাম

    ‘রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি সমান্তরালে চলবে’

    রিটেইল স্টার্টআপ অ্যাওয়ার্ড পেল ‘ফুডি’

    মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি 

    ৫-৭ আগস্টের মধ্যেই পালিয়েছেন বিগত সরকারের লোকেরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২