মঙ্গলবার, ৩০ মে ২০২৩

সেকশন

 

জ্বালানির উচ্চমূল্যে জার্মানিতে মন্দা

আপডেট : ২৫ মে ২০২৩, ১৭:০০

জার্মানির একটি সুপার শপে এক ক্রেতা। ছবি: সংগৃহীত   জার্মানি মন্দায় পড়েছে। গত বছর জ্বালানির মূল্য বাড়ায় ভোক্তারা ব্যাপকভাবে ব্যয় কমিয়ে দেওয়ায় উৎপাদনে বড় প্রভাব পড়েছে। একারণে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির এই দেশে মন্দা দেখা দিয়েছে বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। 

জার্মান সরকারের কেন্দ্রীয় পরিসংখ্যান তুলে ধরে সিএনএন বলছে, ২০২৩ সালের প্রথম তিন মাসে জার্মানির মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি দশমিক ৩ শতাংশ কমেছে। গত বছর কমেছিল দশমিক ৫ শতাংশ। 

আগের প্রান্তিকের চেয়ে শূন্য প্রবৃদ্ধি হবে অর্থাৎ প্রবৃদ্ধি বাড়বে না বা কমবে না বলে কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয় যে পূর্বাভাস দিয়েছিল, তা থেকে সরে এসে এখন প্রবৃদ্ধি কমার কথা বলেছে। পর পর দুই প্রান্তিকে (ত্রৈমাসিক) কোনো দেশের প্রবৃদ্ধি কমলে  মন্দা পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হয়। 

সরকারি তথ্য বলছে, বছরের শুরুতে উচ্চ মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকায় এটি জার্মানির অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। মানুষের সাংসারিক ব্যয়ের চূড়ান্ত হিসাবে তার প্রতিফলন ঘটেছে। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এই ব্যয় ১ দশমিক ২ শতাংশ কমেছে।  

‘জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে’ প্রথম ত্রৈমাসিকে ভোক্তাদের ব্যয় কমেছে মনে করেন প্যানথিয়ন ম্যাক্রো ইকোনমিক্সের ইউরো এরিয়ার প্রধান ইকোনমিস্ট ক্লজ ভিস্টেসেন।

তবে এই মন্দা পরিস্থিতি দীর্ঘমেয়াদি হওয়ার আশঙ্কা নেই। কেননা চলতি মাসের বেসরকারি খাতের ক্রয় ব্যবস্থাপনা সংক্রান্ত জরিপের ডেটা বলছে, উৎপাদন খাতে বড় ধস দেখা গেলেও মে মাসে জার্মানিতে ব্যবসায়িক কার্যক্রম বেড়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বিশ্ববাজারে সব জ্বালানির দাম কমেছে, স্থানীয় বাজারেও সমন্বয়ের সময় এসেছে: নসরুল হামিদ

    বিশ্ববাজারে সব জ্বালানির দাম কম, তবু বিদ্যুতের সমস্যা কেন: ড. ইজাজ

    সোনার দাম কমল ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা

    চাল রপ্তানি কমিয়ে দিচ্ছে বাংলাদেশের বড় উৎস ভিয়েতনাম

    ডলার ছেড়ে ইউয়ানে লেনদেনে আগ্রহী বলিভিয়াও

    বাংলাদেশের পর রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ইউনিক্লো

    মধ্যরাতে ফাঁস হওয়া রা‌জের ভিডিওতে সুনেরাহ, তিশা

    জাদেজার জাদুতে রোমাঞ্চ জিতে চেন্নাইয়ের পাঁচ

    সিলেটে কিশোরী মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

    সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

    মূলধন ঘাটতিতে আট ব্যাংক

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’