বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়নে রোমার পাশে ইন্টার

আপডেট : ২৫ মে ২০২৩, ১৪:১৭

টানা দ্বিতীয়বারের মতো কোপা ইতালিয়ার শিরোপা হাতে উদ্‌যাপন করছেন ইন্টার মিলানের খেলোয়াড়েরা। ছবি: এএফপি শেষবারও কোপা ইতালিয়ায় চ্যাম্পিয়ন হয়েছিল ইন্টার মিলান। এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ ছিল তাদের সামনে। সেই চ্যালেঞ্জে ভালোভাবেই উতরে গেছে ইতালিয়ান ক্লাব।

গতকাল স্টাডিও অলিম্পিকোয় ফিওরেন্তিনাকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা ইতালিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার। সব মিলিয়ে টুর্নামেন্টের ইতিহাসে এটি তাদের নবম শিরোপা। সমান শিরোপা রয়েছে সিরি আর আরেক ক্লাব রোমারও। আর ১৪ শিরোপা নিয়ে সবার শীর্ষে আছে ‘তুরিনের বুড়ি’ খ্যাত জুভেন্টাস।

চ্যাম্পিয়ন হলেও শুরুটা কিন্তু একদমই ভালো ছিল না ইন্টারের। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল হজম করে বসে তারা। নিকো গঞ্জালেসের গোলে এগিয়ে যায় ফিওরেন্তিনা। কিন্তু খুব বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোল শোধ দেন আরেক আলবিসেলেস্তার তারকা। দলকে ২৯ মিনিটে সমতায় ফেরান লাউতারো মার্তিনেজ।

৭ মিনিট পর ইন্টারকে এগিয়েও দেন মার্তিনেজ। ৩৭ মিনিটের সেই গোলেই কোপা ইতালিয়া কাপও নিশ্চিত হয় তাঁর দলের। জোড়া গোলে একটি মাইলফলকও অর্জন করেছেন ফাইনালের নায়ক। ইন্টারের হয়ে ১০০ গোলের রেকর্ড গড়েছেন তিনি। প্রথম গোলে সেঞ্চুরি পূর্ণ করার পর দ্বিতীয়টি ছাড়িয়ে গেছেন ২৫ বছর বয়সী তারকা। সব মিলিয়ে এই মৌসুমে ২৬ গোল করেছেন তিনি।

ইতালিয়ান কাপের আগে সুপার কোপা জেতায় ইন্টারের সামনে সুযোগ থাকছে ট্রেবল জয়ের। আগামী ১০ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারাতে পারলেই তা নিশ্চিত হবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    মেসির আল-হিলাল প্রসঙ্গে কী বললেন সৌদি ফুটবলপ্রধান

    ফ্রান্সের দল ঘোষণা, নেই কান্তে-পগবা 

    হাঁটতে না পারলেও মাঠে থাকবেন স্টোকস

    জাদেজার ধোলাই খেয়ে ঘুম হয়নি মোহিতের

    নেইমারের ইংলিশ ফুটবলে যাওয়ার সম্ভাবনা কতটুকু

    প্রিমিয়ার লিগের অবৈধ স্ট্রিমিংয়ে শতকোটি টাকা জালিয়াতি

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির