বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

মন্ত্রীর কাছে টিভি নাটক নির্মাতাদের ৩ দাবি

আপডেট : ২৩ মে ২০২৩, ২০:৪১

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে ডিরেক্টরস গিল্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১০ মার্চ। গতকাল নবনির্বাচিত কমিটির সদস্যরা তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরা নির্মাতাদের পক্ষে মন্ত্রীর কাছে তিনটি দাবি পেশ করেন।

দাবি তিনটির প্রথমটি হচ্ছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক গঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টে ডিরেক্টরস গিল্ডের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা। এ ট্রাস্টে চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি ও টিভি নাটকের অভিনয়শিল্পী সংঘের প্রতিনিধি থাকলেও টিভি নাট্যনির্মাতাদের কোনো প্রতিনিধি নেই।

দ্বিতীয় দাবি, টেলিভিশন মাধ্যমে নির্মিত টেলিফিল্মকে আলাদা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আওতায় অন্তর্ভুক্ত করা। আর সর্বশেষ দাবি, টেলিভিশন মাধ্যমে কর্মরত নির্মাতাদের পেশাগত পরিচয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা। মন্ত্রী দাবিগুলোর গুরুত্ব অনুধাবন করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর, সহসভাপতি মনোজ সেনগুপ্ত, আশরাফুল আলম রন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদা আক্তার লাজুক, অর্থ সম্পাদক আবু রায়হান মো. জুয়েল, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সবুজ খান, দপ্তর সম্পাদক সাঈদ রহমান, কার্যনির্বাহী পরিষদের সদস্য দীন মোহাম্মদ মন্টু, গাজী আপেল মাহমুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ, নাসির উদ্দিন মাসুদসহ অনেকে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    সহশিল্পীদের কাছে দুঃখ প্রকাশ করলেন রাজ

    মানসিক প্রস্তুতি নিয়েই সিনেমায় ফিরতে চান আমির

    প্রথম মৃত্যুবার্ষিকীতে মুক্তি পেল কেকের গাওয়া শেষ মারাঠি গান 

    ৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হচ্ছেন আল পাচিনো

    ধূসর শাড়িতে সাদা গোলাপ হাতে কার অপেক্ষায় মিম

    নাট্যকার ও নির্মাতা মোহন খানের মৃত্যু

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির