বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

পরীমণি অভিনীত ‘মা’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত

আপডেট : ২৩ মে ২০২৩, ১১:৩৬

পালে-ই থিয়েটারে প্রিমিয়ার শেষে দর্শকদের সঙ্গে মতবিনিময় করেন নির্মাতা অরণ্য আনোয়ার। ছবি: সংগৃহীত ২০ মে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগ মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমাটি দেখে দেশি-বিদেশি আমন্ত্রিত দর্শকেরা মুগ্ধতা প্রকাশ করেছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী। দর্শক সারিতে বাংলাদেশি সংবাদকর্মী-অতিথি ছাড়াও ছিলেন আমেরিকান, ফরাসি, চীনা, ব্রাজিলিয়ান ও ইরানের চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। পরীমণি অভিনীত ‘মা’ সিনেমার গল্প সাজানো হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে। 

পালে-ই থিয়েটারের একজন কর্মী বলেন, ‘আমি কিছু দৃশ্য দেখেছি। আমার কাছে এটি আবেগপ্রবণ ও কবিতার মতো লেগেছে।’ 

যুক্তরাষ্ট্রপ্রবাসী ইসমাইল হোসেন বলেন, ‘এক কথায় অসাধারণ। একটি দেশের জন্ম দিয়ে শেষ হয়েছে সিনেমাটি। দেশের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, মানবতার দিক—সবই অনেক ভালোভাবে ফুটে উঠেছে সিনেমায়।’

প্যারিসপ্রবাসী একজন বাংলাদেশি দর্শক বলেন, ‘ট্রেলার দেখে মনে হয়েছিল মুক্তিযুদ্ধের গল্পই থাকবে বেশি। কিন্তু না, পুরো প্রেক্ষাপটই ভিন্ন। ছবিটি অসাধারণ লেগেছে আমার।’

প্রদর্শনী শেষে দর্শকদের মতামত শোনেন নির্মাতা অরণ্য আনোয়ার। এরপর তিনি বলেন, ‘আমি খুবই খুশি। আমাদের প্রদর্শনী সফল হয়েছে। যাঁরা এসেছেন, সবাই সিনেমার কনসেপ্ট ও নির্মাণ নিয়ে প্রশংসা করেছেন। তাঁদের মতে, মুক্তিযুদ্ধ ও মাতৃত্ব নিয়ে এমন ছবি আরও হওয়া প্রয়োজন। কান উৎসবের মার্শে দ্যু ফিল্মে যে কারণে এসেছিলাম, সবই পেয়ে গেছি। ২৬ মে দেশে মুক্তি পাবে মা। বিশ্বের অন্যান্য দেশে সিনেমাটি মুক্তির ব্যাপারে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    সহশিল্পীদের কাছে দুঃখ প্রকাশ করলেন রাজ

    মানসিক প্রস্তুতি নিয়েই সিনেমায় ফিরতে চান আমির

    প্রথম মৃত্যুবার্ষিকীতে মুক্তি পেল কেকের গাওয়া শেষ মারাঠি গান 

    ৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হচ্ছেন আল পাচিনো

    ধূসর শাড়িতে সাদা গোলাপ হাতে কার অপেক্ষায় মিম

    নাট্যকার ও নির্মাতা মোহন খানের মৃত্যু

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির