বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

মেসির নেতৃত্বে চীন যাবে আর্জেন্টিনা

আপডেট : ২২ মে ২০২৩, ১৭:২১

ছয় বছর পর চীনে যাবেন মেসি। ছবি: এএফপি আগামী মাসে লিওনেল মেসির নেতৃত্বে বেইজিংয়ে একটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ছয় বছর পর চীন সফরে যাবেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। ধারণা করা হচ্ছে, মেসির এই ম্যাচ দেখতে টিকিটের জন্য হুড়োহুড়ি পড়ে যাবে। এমনটাই জানিয়েছে, সংবাদ সংস্থা রয়টার্স। 

সোমবার চীনে অবস্থিত আর্জেন্টিনা অ্যাম্বাসি জানায়, ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টাইনরা। ২০১৭ সালের সালের পর প্রথমবার চীনে যাবেন মেসি। 

এ নিয়ে সপ্তমবারের মতো চীন সফরে যাবেন পিএসজি তারকা। মেসি এমন এক সময়ে বেইজিংয়ে যাবেন যখন প্যারিসের ক্লাবটিতে তাঁর থাকা না থাকার বিষয় চলবে জল্পনা-কল্পনা। 

সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, আগামী মৌসুমে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগদানের আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন মেসি। তবে তাঁর বাবা জানিয়েছেন, মেসি এই চুক্তিতে সই করতে রাজি নন। 

চীনে এর আগেও উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন মেসি। এশিয়ার দেশটি একবারই বিশ্বকাপ খেলেছে। তবে চীনে ফুটবলের প্রচুর সমর্থক রয়েছে এবং মেসির ফ্যানবেসও বিশাল। 

 ২০০৫ সালে প্রথম চীনে যান মেসি। সেই সফরে তাঁর সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে একটি প্রীতি ম্যাচ খেলেন তিনি। ২০১০ সালে আরেক প্রীতি ম্যাচে চীনের ক্লাব গোয়ানকে ৩-০ গোলে হারায় লা লিগার ক্লাবটি। সেই সফরেও ছিলেন মেসি। 

অস্ট্রেলিয়া সর্বশেষ চীনে খেলেছে ২০০৮ সালে। বিশ্বকাপ বাছাইয়ে সেই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল সকারুরা। গত ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা পানামা ও কুরাকাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    মেসির আল-হিলাল প্রসঙ্গে কী বললেন সৌদি ফুটবলপ্রধান

    ফ্রান্সের দল ঘোষণা, নেই কান্তে-পগবা 

    হাঁটতে না পারলেও মাঠে থাকবেন স্টোকস

    জাদেজার ধোলাই খেয়ে ঘুম হয়নি মোহিতের

    নেইমারের ইংলিশ ফুটবলে যাওয়ার সম্ভাবনা কতটুকু

    প্রিমিয়ার লিগের অবৈধ স্ট্রিমিংয়ে শতকোটি টাকা জালিয়াতি

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির