ম্যানচেস্টার সিটিতে এসে প্রথম মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগ জিতলেন আর্লিং হালান্ড। হালান্ডের লক্ষ্য এবার আরও বড়। ট্রেবল জয়ের স্বপ্ন দেখছেন ম্যানসিটির এই স্ট্রাইকার।
গত পরশু আর্সেনালের পরাজয়েই ম্যানসিটির ২০২২-২৩ মৌসুমের প্রিমিয়ার লিগ নিশ্চিত হয়ে যায়। বাকি ছিল শুধু উৎসবের অপেক্ষা। ইতিহাদে গতকাল চেলসিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করে সিটিজেনরা। এই মৌসুমে সিটি আরও দুটি ফাইনাল খেলার সুযোগ পাচ্ছে। এফএ কাপে ম্যান সিটির প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। আর চ্যাম্পিয়নস লিগে সিটির প্রতিপক্ষ ইন্টার মিলান। এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগকেই যেন পাখির চোখ করছেন হালান্ড। স্কাই স্পোর্টসকে ম্যানসিটির এই স্ট্রাইকার বলেন, ‘এটা অবাস্তব। আমি কি বলব বুঝতে পারছি না। আমি খুব খুশি। এই স্মৃতিগুলো আমি আজীবন মনে রাখব। এটা আসলেই বিশেষ কিছু। এই দিনটা আমি উপভোগ করতে যাচ্ছি। এটা সত্যিই অসাধারণ। অভিষেক মৌসুম। ৩৬ গোল, প্রিমিয়ার লিগ জিতেছি। আরও দুটো ফাইনাল আসছে। খারাপ কিছু না সত্যিই বলতে।’
এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলে হালান্ড খেলেন ৫০ ম্যাচ। ৫০ ম্যাচে করেন ৫২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৮ গোলে। যার মধ্যে প্রিমিয়ার লিগে করেছেন ৩৬ গোল। যা এক মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে