সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

‘বুমরা-পন্তের চোট ভারতকে বেশ ভোগাবে’ 

আপডেট : ২১ মে ২০২৩, ২২:২৯

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেই জসপ্রীত বুমরা ও ঋষভ পন্ত। ছবি: ক্রিকইনফো চোটে পড়ায় দীর্ঘদিন ক্রিকেটের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ ও ঋষভ পন্ত। এই দুই তারকা ক্রিকেটার ছাড়াই জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ইয়ান চ্যাপেল মনে করেন, বুমরা ও পন্তের অনুপস্থিতি ভারতকে বেশ ভোগাবে। 

অস্ট্রেলিয়ায় হওয়া ২০২০-২১ বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের জয়ে দারুণ অবদান রেখেছেন পন্ত ও বুমরা। ব্রিসবেনের গ্যাবায় সিরিজের চতুর্থ টেস্টে পন্তের ৮৯ রানের অপরাজিত ইনিংসেই সিরিজ জিতে নেয় ভারত। আর বুমরা সেই সিরিজে নিয়েছেন ১১ উইকেট। কিন্তু অজিদের বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম দুই কারিগরকে ৭ জুন শুরু হওয়া ফাইনালে পাচ্ছে না ভারত। গত বছরের শেষে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন পন্ত। ২০২৩ আইপিএল তো খেলছেনই না, এ বছরের অক্টোবরে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপেও এক রকম অনিশ্চিত তিনি। অন্যদিকে চোটে পড়ায় প্রায় ১ বছর আন্তর্জাতিক, ঘরোয়া-কোনো ক্রিকেটেই নেই বুমরা। বুমরা-পন্তের চোট ফাইনালে ভারতীয় দলের ভোগান্তির কারণ হবে। ক্রিকইনফোতে লেখা এক কলামে চ্যাপেল বলেন, ‘জসপ্রীত বুমরা ও ঋষভ পন্তের চোট ভারতকে বাজেভাবে ভোগাবে। এই দুজন খেললে তারা ফেভরিট থাকত।’

গত মৌসুমে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে ছিলেন পন্ত। তবে এবারের আইপিএলে তার দল ছিটকে গেছে প্রথম রাউন্ড থেকেই। অন্যদিকে গত মৌসুম মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেন বুমরা। এবারের আইপিএলে প্লে অফে যাওয়ার লড়াইয়ে দোলাচলে রয়েছে মুম্বাই।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বাফুফেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন সাফজয়ী ছোটন

    পাকিস্তানের প্রস্তাবে কিছুতেই রাজি নয় ভারত

    ২৬ জনের দলেও নেই মাহমুদউল্লাহ

    আবেগঘন বিদায়ে ক্যাম্প ন্যু পর্ব শেষ বুসকেতস-আলবার

    রিজার্ভ ডেতে বৃষ্টি হলে আইপিএল ফাইনালের কী হবে 

    টিভিতে আজকের খেলা (২৯ মে ২০২৩, সোমবার)

    খালেদা জিয়ার বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার শুনানি ১৩ জুলাই

    তারেক-জোবায়দার মামলা: সাক্ষ্য দিলেন তিন ব্যাংক কর্মকর্তা

    মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে রড পড়ে পথশিশু নিহত

    তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

    লোকসানের শঙ্কায় মেহেরপুরের আমচাষিরা, সরকারিভাবে রপ্তানির দাবি

    বাফুফেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন সাফজয়ী ছোটন