শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

সাবেক স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে মানহানি মামলা নওয়াজের

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৩:০৬

বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। ছবি: টুইটার ভাবমূর্তি নষ্টের অভিযোগে সাবেক স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিনেতার আইনজীবী সুনীল কুমার নওয়াজুদ্দিনের পক্ষে মামলাটি করেছেন।

আইনজীবীর দাবি অনুযায়ী, ২০০৮ সাল থেকে কাজের ব্যস্ততা শুরু হয় নওয়াজের। ঠিক সেই সময় অভিনেতার ভাই শামসুদ্দিন ছিলেন কর্মহীন। তাই তাঁকে নিজের ম্যানেজার হিসেবে চাকরি দেন নওয়াজ। শামসুদ্দিনই সেই সময় অভিনেতার ব্যাংক অ্যাকাউন্ট, জিএসটি, কর-সংক্রান্ত সমস্ত কাজকর্মের দেখভাল করতেন। এমনকি নিজের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডও নিশ্চিন্তে ভাইয়ের হাতে তুলে দিয়ে অভিনয়ে ব্যস্ত ছিলেন নওয়াজ।

অভিযোগ, সেই সুযোগে নওয়াজুদ্দিনের সঙ্গে প্রতারণা করেন ভাই শামসুদ্দিন। অভিনেতার টাকা দিয়েই যৌথ মালিকানায় একের পর এক সম্পত্তি কেনেন বলেও অভিযোগ তাঁর বিরুদ্ধে। এরই প্রতিবাদ করায় বিরক্ত হন অভিনেতার ভাই। এরপর তাঁর সাবেক স্ত্রী অঞ্জনা পাণ্ডেকেও অভিনেতার বিরুদ্ধে উত্ত্যক্ত করে তোলেন শামসুদ্দিন। দুজনের পরিকল্পনাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নওয়াজুদ্দিনের নামে ভুয়ো তথ্য ছড়ানো হয়।

সাবেক স্ত্রীর সঙ্গে বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। ছবি: টুইটার সাবেক স্ত্রী অঞ্জনা পান্ডে এবং ভাই শামসুদ্দিনের অভিযোগ ভিত্তিহীন দাবি করে মানহানি মামলা করেন নওয়াজের আইনজীবী। অভিনেতার আইনজীবীর দাবি, লিখিতভাবে ক্ষমা চাইতে হবে তাঁদের। মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ মার্চ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    বাজেটে আরও বরাদ্দের দাবিতে সমাবেশ ডেকেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট

    সংগীতশিল্পী ঐশীর অন্য রকম হলুদ সন্ধ্যা

    আসছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’, যাচ্ছে নিরবের ‘কসাই‍’ 

    আবারও দুই সন্ধ্যায় ঢাকার মঞ্চে ‘রিমান্ড’

    কুমার বিশ্বজিতের জন্মদিন আজ

    রাজের ফেসবুকে ভিডিও ফাঁস: ‘দেশে এসেই’ ব্যবস্থা নেবেন তানজিন তিশা

    শ্যামলীর বহুতল ভবনে আগুন: নিয়ন্ত্রণে ১৩ ইউনিট, উদ্ধার ১৮

    শ্যামলীতে বহুতল ভবনে আগুন: নিচে মোবাইল ফোনে আটকা পড়াদের কান্নার আওয়াজ

    কানাডায় সিগারেটই দেবে মৃত্যুর বার্তা

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার