মনুমেন্তাল স্টেডিয়ামে যেন লুসাইলেরই পুনরাবৃত্তি ঘটল। এবার পানামার বিপক্ষে জয়ের উদ্যাপন ফুটবলপ্রেমীদের মনে করিয়ে দিল আর্জেন্টিনার ২০২২ ফুটবল বিশ্বকাপ জয়ের উদ্যাপনকে।
কাতার বিশ্বকাপ জয়ের তিন মাসের বেশি সময় পর আজ খেলেছে আর্জেন্টিনা। মনুমেন্তালে পানামাকে ২-০ গোলে হারিয়ে ঘরের মাঠে শিরোপাজয়ের উৎসব আর্জেন্টিনা করল নিজের মতো করে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের প্রায় সবকিছুই ম্যাচ শেষে স্মরণ করা হয়েছে। লুসাইলের সেই উদ্যাপন এবার ফিরিয়ে এনেছেন এমিলিয়ানো মার্তিনেজরা। বিশ্বকাপের রেপ্লিকা ঠিক কোমরের সামনের অংশে ধরে মজাদার উদ্যাপন করেছেন মার্তিনেজ, হেরোনিমো রুলি, গিদো রদ্রিগেজরা। তিন মাস আগে লুসাইলে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে গোল্ডেন গ্লাভসের পুরস্কার জয়ের পর এভাবেই উদ্যাপন করেছিলেন মার্তিনেজ। এমন উদ্যাপন করার পর আর্জেন্টাইন গোলরক্ষককে শুনতে হয়েছে অনেক সমালোচনা।
পানামাকে হারানোর ম্যাচে রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। তাতে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলে ৮০০ গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ জয়ের তিন মাসেরও বেশি সময় পর খেলতে নেমে পুরো আর্জেন্টিনা দল আজ আবেগাপ্লুত হয়ে পড়েছিল। ঘরের মাঠে এই ম্যাচ খেলার সময় মেসি, লিওনেল স্কালোনিসহ আর্জেন্টাইন দর্শক—সবার চোখেই ছিল জল।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে