সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

কম্পিউটারে স্ক্রিনশট নিলেও চুরি হতে পারে তথ্য

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২০:৫২

উইন্ডোজের বিল্ট-ইন স্ক্রিনশট টুলটি গত কয়েক বছরে বড় আপগ্রেড পেয়েছে। ছবি: সংগৃহীত কোনো স্ক্রিনশট নেওয়ার পর স্পর্শকাতর তথ্যের অংশটুকু কেটে ফেলে দিলেও তা আবার পুনরুদ্ধার করা সম্ভব। সম্প্রতি এমনটাই জানিয়েছেন গবেষকেরা।

উইন্ডোজের বিল্ট-ইন স্ক্রিনশট টুলটি গত কয়েক বছরে বড় আপগ্রেড পেয়েছে। তবে আপগ্রেডেও এই টুলের নিরাপত্তা ত্রুটি ঠিক হয়নি। উইন্ডোজ ১০ এবং ১১ এর ডিফল্ট স্ক্রিনশট টুল হওয়ার আগে স্নিপিং টুলটি ‘পাওয়াটয়েস’ এর অংশ ছিল।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি গবেষকেরা লক্ষ্য করেন, গুগলের পিক্সেল ফোনে তোলা এবং ক্রপ করা স্ক্রিনশট গুলোকে বিশেষ টুলের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। এতে স্ক্রিনশটগুলোর ক্রপ করা অংশ আবার দৃশ্যমান হয়ে ওঠে। অনেক গবেষক উইন্ডোজ ১১-এর স্নিপিং টুল এবং পুরানো ‘স্নিপ অ্যান্ড স্কেচ’ টুলে একই সমস্যা খুঁজে পেয়েছেন।

সমস্যাটির মূল কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে স্ক্রিনশট টুলগুলোর ফাইল সেভ করার ধরনকে। ক্রপ করার পর টুলটি মূলত একই ফাইলকে ওভাররাইট করে সেভ হয়। আসল ফাইল সম্পূর্ণ ও নিখুঁতভাবে পুনরুদ্ধার এই সময়ে সম্ভব বলে মনে না হলেও পূর্ণ আকারের ফাইলগুলো থেকে যথেষ্ট তথ্য সংগ্রহ করা সম্ভব। 

ক্রিস ব্লুম নামের এক ব্যবহারকারী উইন্ডোজের স্নিপিং টুলে পিক্সেলের মতো সমস্যা খুঁজে পেয়েছেন। পিক্সেলের ত্রুটি সম্পর্কিত টুইটে তিনি এক মন্তব্যে লেখেন, একটি ১৯৮ বাইটের পিএনজি ফরম্যাটের স্ক্রিনশটকে কোনো বিদ্যমান ফাইলের ওপর সেভ করা হলে এর সাইজ ৪ দশমিক ৭ কিলোবাইট হয়ে যাচ্ছে। তবে নতুন ফাইল হিসেবে সেভ করা হলে সম্ভবত কিছু মেটাডেটা যোগ করে এর সাইজ মাত্র ৫৬ বাইট বৃদ্ধি পাচ্ছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    এআই দিয়ে বিজ্ঞাপন বানাবে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপনী সংস্থা  

    সামাজিক যোগাযোগমাধ্যমগুলো থেকে ১৪ লাখ পোস্ট মুছেছে চীন

    হোয়াটসঅ্যাপের ভিডিও কলে চালু হচ্ছে স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা

    টুইটারে ভিডিওর ‘ভিউ কাউন্ট’ সুবিধা বন্ধ হচ্ছে

    চ্যাটজিপিটি দিয়ে বানানো ভুলেভরা নথি আদালতে জমা, শাস্তির মুখে আইনজীবী      

    মানব মস্তিষ্কে চিপ বসানোর অনুমতি পেল মাস্কের ‘নিউরালিংক’

    গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৬৩ শতাংশ

    জাতিসংঘের আমন্ত্রণ পেয়ে যুক্তরাষ্ট্রের ভিসা নিতে গিয়ে গ্রেপ্তার ৫ 

    আপনি আমাদের লোক নন, ব্যারিস্টার আমীর–উল ইসলামকে দুলাল 

    সরকারি রাস্তার ইট তুলে বাড়িতে নিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান

    ১০ শিক্ষককে সংবর্ধনা দিতে ২৩ প্রাথমিক বিদ্যালয়ে ছুটি

    বাসের ধাক্কায় কাভার্ডভ্যানের হেলপার নিহত