সিলেটে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের তোপ দাগানো বোলিংয়ে সিরিজের শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১০১ রানেই অলআউট করে দিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে আইরিশদের এটি ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। এ ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে তামিম ইকবালদের।
আগের দুই ওয়ানডের মতো আজও টস জেতে আইরিশরা। আগের দুই ম্যাচে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে রীতিমতো বিপদেই পড়েছিল তারা। দুই ওয়ানডেতেই অ্যান্ডি বালবার্নিদের সামনে বড় লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ।
শেষ ওয়ানডেতে সে ভুল আর করেননি আয়ারল্যান্ড অধিনায়ক বালবার্নি। তিনি ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশকে। এতে বাংলাদেশের বোলাররাও সুযোগ পায় আগে বোলিংয়ের পরীক্ষা দিতে। বাংলাদেশের পেস ত্রয়ী–তাসকিন, হাসান ও ইবাদত হোসেনের তোপে বালবার্নি আগে ব্যাটিং নিয়েও এবার স্বস্তি পাননি।
স্পিনারদের বিশ্রাম দিয়ে অধিনায়ক তামিম টানা বোলিং করিয়ে গেছেন পেসারদের। আয়ারল্যান্ডের সব কটি উইকেট নিয়ে প্রথমবারের মতো ওয়ানডেতে ইতিহাস গড়লেন বাংলাদেশের পেসাররা। ব্যাটারদের মধ্যে লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফারই শুধু দুই অঙ্কের ঘর পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। টাকার ২৮ ও ক্যাম্ফারের ব্যাট থেকে আসে ৩৬ রান।
শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েই অসাধারণ বোলিং করেছেন হাসান। ৮.১ ওভারে ৩২ রান দিয়ে এ পেসারের শিকার ৫ উইকেট। এটাই এখন ওয়ানডেতে হাসানের সেরা বোলিং। ধারাবাহিক পারফরম্যান্সের দ্যুতি আজও ছড়িয়েছেন তাসকিন। ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ৬ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন ইবাদত।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে