ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী জাপোরিঝিয়ায় আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। টুইট বার্তায় তিনি বলেন, ‘আবাসিক এলাকায় যেখানে সাধারণ মানুষ ও শিশুদের বাস, সেখানে হামলা চালাচ্ছে রাশিয়া। বিশ্বের অন্য কোথাও এক দিনের জন্যও এমনটি হওয়া উচিত নয়। রুশ বাহিনীকে রুখতে জীবন বাঁচাতে বিশ্ববাসীর উচিত বৃহত্তর ঐক্য গঠন করা।’
আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এদিকে ক্রেমলিনে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ইউক্রেন-সংকটের সমাধানে ‘দায়িত্বপূর্ণ সংলাপের’ ডাক দিয়েছেন তাঁরা।
ক্রেমলিনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের পুতিন বলেন, ‘যুক্তরাজ্য ইউক্রেনে শুধু ট্যাংক সরবরাহের ঘোষণাই দেয়নি, ইউরেনিয়াম বর্জ্য দেওয়ারও ঘোষণা দিয়েছে। যদি এমনটা ঘটে, তবে রাশিয়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে