সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

নৌবাহিনীতে চাকরির সুযোগ

আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৭:১৫

নৌবাহিনীতে চাকরির সুযোগ বাংলাদেশ নৌবাহিনী ‘বি-২০২৩’ ব্যাচে নাবিক ও এমওডিসি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: ১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) শাখায় আবেদন করার জন্য এসএসসি (বিজ্ঞান) /সমমান/এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ন্যূনতম ৩.৫০ জিপিএ থাকতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী এবং বিএন ডকইয়ার্ডে কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড পাওয়া প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
২. মেডিকেল শাখার প্রার্থীদের জীববিজ্ঞানসহ এসএসসি বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
৩. পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ) শাখার ক্ষেত্রে এসএসসি/সমমান/এসএসসি (ভোকেশনাল) সব বিভাগে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
৪. কুক ও স্ট্রুয়ার্ড শাখার জন্য এসএসসি/সমমান/এসএসসি (ভোকেশনাল) সব বিভাগে জিপিএ অন্তত ২.৫০ পেতে হবে।
৫. টোপাস শাখার জন্য আগ্রহী প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে।

শারীরিক যোগ্যতা: সিম্যান শাখায় উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, পেট্রোলম্যান শাখায় ৫ ফুট ৮ ইঞ্চি, এমওডিসি (নৌ) শাখায় ৫ ফুট ৬ ইঞ্চি ও অন্যান্য শাখায় (কমিউনিকেশন, টেকনিক্যাল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস) ৫ ফুট ৪ ইঞ্চি। সব শাখার প্রার্থীদের জন্য বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি এবং প্রসারণ ২ ইঞ্চি। চোখের দৃষ্টিশক্তি ৬ /৬। ওজন-বয়স ও উচ্চতা অনুযায়ী।

অন্যান্য শর্তাবলি (সব পদের জন্য):  আবেদনকারীকে অবিবাহিত ও বাংলাদেশি নাগরিক হতে হবে। সেই সঙ্গে জানতে হবে সাঁতার। 

বয়স: ১ জুলাই ২০২৩ নাবিক পদের জন্য ১৭ থেকে ২০ বছর এবং এমওডিসি (নৌ) পদের জন্য ১৭ থেকে ২২ বছর।

ভর্তি পদ্ধতি: আবেদনপত্র প্রিন্ট করে সব সার্টিফিকেট ও কাগজপত্রসহ নিজ জেলার ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিতগণের ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের ওপর লিখিত পরীক্ষা নেওয়া হবে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে নাবিক হিসেবে ভর্তি করা হবে।

চাকরির সুবিধাদি: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে। হ্রাসকৃত মূল্যে পরিবারের জন্য রেশন ক্রয়ের সুবিধা। অবসর গ্রহণকালে অবসর ভাতা এবং গ্র্যাচুইটির সুবিধা। চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন-কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন্ড অফিসার পদে পদোন্নতির সুযোগ। চাকরিকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা পঙ্গু হলে পদবিভিত্তিক বিমা সুবিধা এবং পরিবারের জন্য বেনেভোলেন্ট ফান্ডের আর্থিক সুবিধা। বিদেশ থেকে জাহাজ আনয়ন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ। বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ। নিজ সন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজে অধ্যয়নের সুযোগ। সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি।

অনলাইনে আবেদন: নাবিক পদে আবেদনকারী প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 
আবেদন ফি: ২০০ টাকা।

সূত্র: বিজ্ঞপ্তি

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ৪ জেলায় ইনচার্জ নেবে ওয়ান ব্যাংক 

    কারিতাস বাংলাদেশে ম্যানেজার পদে চাকরির সুযোগ 

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জনের নিয়োগ

    ইসলামিক ফাউন্ডেশনে ৭১ জনের চাকরির সুযোগ

    পূবালী ব্যাংকে ৩ ক্যাটাগরির ৬৬০ পদে চাকরির সুযোগ

    এক্সিকিউটিভ পদে ১০ জন নেবে যমুনা গ্রুপ

    বিশ্ববাজারে জ্বালানির দাম কমেছে, স্থানীয় বাজারেও সমন্বয়ের সময় এসেছে: নসরুল হামিদ

    স্ত্রীকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে যুবক গ্রেপ্তার

    নতুন শিক্ষাক্রমে প্রথম এসএসসি পরীক্ষা ২০২৬ সালে 

    ৩ দিন অসুস্থ থাকার পর চিকিৎসা পেয়ে বনে ফিরল বন্য হাতি

    গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৬৩ শতাংশ

    জাতিসংঘের আমন্ত্রণ পেয়ে যুক্তরাষ্ট্রের ভিসা নিতে গিয়ে গ্রেপ্তার ৫