শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০০:১২

ব্যাড বানি। ছবি: টুইটার পপ সুপারস্টার ও র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে তাঁর প্রাক্তন বান্ধবী কার্লিজ দে লা ক্রুজ হার্নান্দেজ ৪০ মিলিয়ন ডলারের মামলা করেছেন। হার্নান্দেজের দাবি, বানি অনুমতি ছাড়াই দুটি গানে তাঁর একটি রেকর্ডিং ব্যবহার করেছেন। যা তিনি ২০১৫ সালে মোবাইল ফোনে ‘ব্যাড বানি বেবি’ নামে রেকর্ড করেছিলেন। ঘটনাটি বানির বিখ্যাত এবং তাঁদের বিচ্ছেদ হওয়ার আগের। 

এই মাসের শুরুতে মিসেস দে লা ক্রুজ পুয়ের্তো রিকোতে ব্যাড বানির বিরুদ্ধে এ মামলা করেছেন। তবে এ বিষয়ে আইনি পদক্ষেপ নিয়ে এখনো কোনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি ব্যাড বানি। 

পুয়ের্তো রিকান গায়ক এবং র‍্যাপার ‘ব্যাড বানি বেবি’ লাইনটি ২০১৭ সালের একক ‘পা টি’ এবং ২০২২ সালের গান দস মিল–১৬ তে ব্যবহার করেছেন। গত তিন বছর ধরে স্পটিফাইতে ব্যাড বানির গান সবচেয়ে বেশি শুনেছে শ্রোতারা। 

বলা হয়ে থাকে, এই জুটি ২০১১ সালে একত্রিত হয়েছিল এবং দুজনেই ব্যাড বানি নামে একটি সুপার মার্কেটে কাজ করতেন। পাশাপাশি তাঁরা সংগীত কম্পোজিশনও করতেন। যদিও ব্যাড বানির প্রকৃত নাম বেনিতো মার্তিনেজ ওকাসিও। 

দে লা ক্রুজ বন্ধুর বাড়ির বাথরুমে ভয়েস নোট অ্যাপ ব্যবহার করে ‘ব্যাড বানি বেবি’ গানটির নিজের কয়েকটি সংস্করণ রেকর্ড করেন। পরে সেগুলো মার্তিনেজের কাছে পাঠান। মার্তিনেজ সেগুলো প্রথমে সাউন্ড ক্লাউডে তাঁর গানে ব্যবহার করছেন। পরে ‘পা তি’ গানের ইন্ট্রোতেও ব্যবহার করেছেন। যা ইউটিউবে ৩৫৫ মিলিয়নেরও বেশি এবং স্পটিফাইতে ২৩৫ মিলিয়ন দর্শক–শ্রোতা দেখেছেন ও শুনেছেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    বাজেটে আরও বরাদ্দের দাবিতে সমাবেশ ডেকেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট

    সংগীতশিল্পী ঐশীর অন্য রকম হলুদ সন্ধ্যা

    আসছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’, যাচ্ছে নিরবের ‘কসাই‍’ 

    আবারও দুই সন্ধ্যায় ঢাকার মঞ্চে ‘রিমান্ড’

    কুমার বিশ্বজিতের জন্মদিন আজ

    রাজের ফেসবুকে ভিডিও ফাঁস: ‘দেশে এসেই’ ব্যবস্থা নেবেন তানজিন তিশা

    শ্যামলীর বহুতল ভবনে আগুন: নিয়ন্ত্রণে ১৩ ইউনিট, উদ্ধার ১৮

    শ্যামলীতে বহুতল ভবনে আগুন: নিচে মোবাইল ফোনে আটকা পড়াদের কান্নার আওয়াজ

    কানাডায় সিগারেটই দেবে মৃত্যুর বার্তা

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার