আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপর সারা বিশ্বে একযোগে শুরু হতে যাচ্ছে মুসলিমদের পবিত্র ধর্মীয় মাস রমযান। আসন্ন এই রমযানকে কেন্দ্র করে দারুণ এক পদক্ষেপ নিল প্রিমিয়ার লিগ এবং ইংলিশ ফুটবল লিগ। ম্যাচ চলাকালীন মুসলিম খেলোয়াড়দের ইফতারের জন্য খেলার মাঝখানে বিরতি দিতে বলেছে রেফারি কমিটি।
আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া রোযায় মুসলিম ফুটবলারদের আগে থেকে চিহ্নিত করা এবং খেলার মাঝপথে বিরতি দেওয়ার বিষয়ে একমত হয়েছেন রেফারিরা।
লিভারপুলের মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ, চেলসির ফরাসি মিডফিল্ডার এনগোলা কান্তে ও ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজসহ অনেক মুসলিম ফুটবলার আছেন যারা রমজান মাসের ইফতারের বিরতি নেবেন।
২০২১ সালে লেস্টার সিটির বিপক্ষে ক্রিস্টাল প্যালেসের ম্যাচে ৩০ মিনিট পর ইফতারের জন্য বিরতি দেন রেফারি গ্রাহাম স্কট। ওই ম্যাচে ওয়েসলি ফোফানা এবং চিকোও কোয়াতে সূর্যাস্তের পর তাদের রোযা ভাঙেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে