Alexa
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

বুয়েট প্রশাসনকে প্রশংসা করলেন শিক্ষামন্ত্রী

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২৩:২৮

বুয়েটের পশ্চিম পলাশির ইসিই ভবনের রাইজ কনফারেন্স রুমে অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রশাসনের প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পলাশির ইসিই ভবনের রাইজ কনফারেন্স রুমে বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) উদ্যোগে রিসার্চ গ্র্যান্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশংসা করেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘বুয়েটে বর্তমান প্রশাসন নতুন নতুন উদ্যোগ নিয়েছে। তাই এখন বুয়েটে এলে ভালো লাগে। বুয়েট ইন্ডাস্ট্রি ও দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ফান্ড তৈরি করে সেগুলো গবেষণা খাতে ব্যয়, শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করছে। এ জন্য বুয়েটের উপাচার্য, উপ-উপাচার্যসহ অন্যদের ধন্যবাদ জানাই। আমি চাইব বুয়েটে অ্যালামনাইয়ের সদস্যরা এই বিদ্যাপীঠের উন্নতির জন্য এগিয়ে আসবেন।’ 

বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার বিশেষ অতিথি ও বুয়েটের উপ-উপাচার্য আব্দুল জব্বার খাঁন গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) পরিচালক মুহম্মদ আনিসুজ্জ মান তালুকদার স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া বুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ইশরাত ইসলাম, বিসিএসআইআরয়ের চেয়ারম্যান মো. আফতাব আলী প্রমুখ বক্তব্য দেন। 

উপাচার্য সত্য প্রসাদ বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর প্রথম এফবিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করি। ইন্ডাস্ট্রির সঙ্গে কলাবুরেশন করে তাঁদের আরএনডি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) ফান্ড থেকে ফান্ড আনার উদ্যোগ নেই। পর্যায়ক্রমে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফান্ড সংগ্রহ করে সেগুলো গবেষণা খাতে ব্যয় করা হচ্ছে। এখন আমাদের প্রধান লক্ষ হলো লোকাল ইন্ডাস্ট্রিতে সাপোর্ট দেওয়া, একই সময়ে আমাদের শিক্ষক ও ছাত্রদের ধরে রাখা।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধন

    আমাদের তরুণদের মেধার ঘাটতি নেই: পলক

    অসহায়দের পাশে দাঁড়াতে গ্রাহকদের সুবিধা দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

    শিক্ষার্থীদের মেধা বিকাশে সনি-স্মার্টের ব্যতিক্রমী আয়োজন

    বিদেশ থেকে মুহূর্তেই টাকা আনা যাবে নগদে

    প্রিমিয়ার ব্যাংকের আনোয়ার খান মডার্ন হাসপাতাল উপশাখার উদ্বোধন

    প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

    সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ 

    অস্তিত্ব সংকটে গড়াই নদ

    ধার করে চলছে ৭৪% গরিব: জরিপ

    শুল্কায়নে দাম বাড়ায় খেজুর খালাসে ব্যাঘাত, দাম বাড়ার শঙ্কা

    প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আ.লীগপন্থী আইনজীবীর আইনি নোটিশ