Alexa
রোববার, ২৬ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

নিজেদের তৈরি মডেল রকেট আকাশে ওড়াল শিশুরা 

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২২:৫০

আজ (১৮ মার্চ) সকাল ১১ টায় রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত হয় এই ওয়ার্কশপ। ছবি: সংগৃহীত মজার প্রকল্পের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিতে শিশু-কিশোরদের উৎসাহিত করতে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও স্পেস ইনোভেশন ক্যাম্প ৩য় বারের মতো আয়োজন করেছে ‘রকেট মেকিং ওয়ার্কশপ’। এই ওয়ার্কশপে শিশুরা নিজেরাই মডেল রকেট তৈরি করছে এবং তাদের তৈরিকৃত রকেট উৎক্ষেপণের মাধ্যমে রকেটের বিভিন্ন অংশ সম্বন্ধে জেনেছে। এ ছাড়া, রকেট কীভাবে কাজ করে, এর ইতিহাস, এবং গাণিতিক বিভিন্ন হিসেব নিকেশের মাধ্যমে কীভাবে একটা রকেট আকাশে উড়তে পারে সেই বিষয়ে তাঁরা ধারণা পেয়েছে। 

আজ (১৮ মার্চ) সকাল ১১ টায় রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত হয় এই ওয়ার্কশপ। ওয়ার্কশপটিতে সারা বাংলাদেশ থেকে ৪ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজনটিতে শিশুরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে মডেল রকেট, ওয়াটার রকেট এবং ভেহিকেল রকেট তারা তৈরি করে। 

আয়োজনটিতে সহ আয়োজক হিসেবে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। ওয়ার্কশপের প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক জনাব মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন ‘এই ওয়ার্কশপের মাধ্যমে শিশুদের মনে বিজ্ঞানের বীজ বপন করা হলো। এদের মধ্য থেকেই আমরা আমাদের ভবিষ্যৎ বিজ্ঞানীদের দেখতে পাব। বাংলাদেশ ইনোভেশন ফোরামের এই আয়োজন আমাকে অভিভূত করেছে। আশা করছি, আমরা সামনের দিনগুলোতেও একসঙ্গে আরও বড় পরিসরে কাজ করব।’

ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর পরিচালক (যুগ্ম সচিব) এ. কে. এম. লুৎফুর রহমান সিদ্দীক এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর অধ্যক্ষ জহুরা বেগম।

স্পেস ইনোভেশন ক্যাম্প এর ক্রু চিফ আরিফুল হাসান অপু বলেন, ‘শিশুদের মাঝে খেলার ছলে মহাকাশ বিজ্ঞানকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমাদের এই ওয়ার্কশপ।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    মুরের সূত্র যেভাবে বদলে দিয়েছে কম্পিউটারের ভবিষ্যৎ 

    নাসার সদরদপ্তরে স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা 

    টুইটারে ব্লু টিক লুকিয়ে রাখার সুবিধা আসছে 

    মাস্ক নিজেই টুইটারের দাম অর্ধেকেরও নিচে নামালেন

    অ্যাপল মিউজিকে ত্রুটি, অদলবদল হয়ে যাচ্ছে প্লেলিস্ট

    টিকটক, টুইটার, ইনস্টাগ্রামের ‘বিনোদনমূলক’ ব্যবহার নিষিদ্ধ করেছে ফ্রান্স

    এডারসনের পর আনচেলত্তিকে চান ব্রাজিল ফুটবলের সভাপতিও

    বাঘায় মসজিদে মোবাইলে কথা বলা নিয়ে পাল্টাপাল্টি মারামারি

    এক ইনিংসে ২২ ছক্কা, গেইলের রেকর্ড ভেঙে দিলেন চার্লস

    মুরের সূত্র যেভাবে বদলে দিয়েছে কম্পিউটারের ভবিষ্যৎ 

    সাবরেজিস্ট্রারের চেয়ারে বসে ঘুষ নেন ঝাড়ুদার

    এবার বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মেয়ের