Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

জিপিএইচ ইস্পাত প্ল্যান্ট পরিদর্শন করল ভিন্টন স্টিলের জাপান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৯:৪৫

ইউএসের ভিন্টন ষ্টিল ও প্রাইমেটালসের উর্ধতন কর্মকর্তা ও বিশেষজ্ঞগণ জিপিএইচ ইস্পাতের প্ল্যান্ট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল। ছবি: আজকের পত্রিকা ‘জিপিএইচ ইস্পাতের কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিসমৃদ্ধ প্ল্যান্ট একটি রেফারেন্স প্ল্যান্ট। কিভাবে সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে বিশ্বমানের ইস্পাত সামগ্রী তৈরি করছে, আমরা সেই অভিজ্ঞতা নিতে এসেছি।’ ভিন্টন স্টিল জাপানের জেনারেল ম্যানেজার তাতসুইয়া ফুকুইয়ামা এবং ভিন্টন স্টিল যুক্তরাষ্ট্র শাখার জেনারেল ম্যানেজার এডুয়ারডো গঞ্জালেজ আজ শনিবার দিনব্যাপী জিপিএইচ ইস্পাতের কুমিরাস্থ প্ল্যান্ট পরিদর্শন করে এ অভিমত ব্যক্ত করেছেন। 

ওই প্ল্যান্টের প্রযুক্তি সহায়ক প্রতিষ্ঠান প্রাইমেটালসের তত্ত্বাবধানে তাঁরা ইস্পাত খাতের এই বিশ্বমানের প্রজেক্ট পরিদর্শনে আসেন। জিপিএইচের গ্রুপ চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাঁদের এ সময় উপস্থিত ছিলেন। 

পরিদর্শকেরা প্ল্যান্টে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল এবং জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট) কামরুল ইসলাম এফসিএ। এ সময় মোহাম্মদ আলমাস শিমুল বলেন, ‘জিপিএইচ দেশী বিদেশীদের কাছে অনুকরণীয় বলেই ১১টি স্টিল প্রস্তুতকারী প্রতিষ্ঠান পরিচালনাকারী বিশ্বখ্যাত ভিন্টন ষ্টীলের প্রতিনিধিদল আমাদের প্ল্যান্ট সফর করেছে। এতে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি।’ 

ভিন্টন প্রতিনিধি দল স্ক্র্যাপ প্রকিউরমেন্ট, অক্সিজেন প্ল্যান্ট, পরিবেশসহ এই ইন্টিগ্রেটেড প্ল্যান্টের সার্বিক বিষয়ে অবহিত হন। মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন প্রাইমেটালস অস্ট্রিয়ার ভাইস প্রেসিডেন্ট (গ্লোবাল বিজনেস ইউনিট) জোসেফ গালেটনার এবং প্রাইমেটালস অস্ট্রিয়ার লংরোলিং পিটিইউএস এর মার্কশোর, মিডিয়া এডভাইজার অভীক ওসমান, চিফ অপারেটিং অফিসারটি মোহনবাবু, এবং হেড অব প্ল্যান্ট শ্রী নিবাসা মাদুলুরিরাও।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বিএইচবিএফসির অর্থায়ন প্রোডাক্ট স্বপ্ননীড়ের উদ্বোধন

    প্রিমিয়ার ব্যাংকের লোহাগড়া শাখার উদ্বোধন

    হাভালের নতুন প্রজন্মের হাইব্রিড গাড়ি উদ্বোধন

    ইন্টার-ইউনিভার্সিটি আরবিট্রেশন কনটেস্টে জয়ী বাহরিয়া ইউনিভার্সিটি 

    সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সদস্যপদ পেল মার্কেন্টাইল ব্যাংক

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড