লিওনেল মেসিকে ছাড়া যেন চলেই না রদ্রিগো ডি পলের। প্রতিপক্ষ দলের কেউ মেসিকে ‘ফাউল’ করলেই তেড়ে এসে তার জবাব দিতে মোটেও দেরি করেন না তিনি। এজন্যই ফুটবল ভক্তদের কাছে মেসির ‘বডিগার্ড’ নামে পরিচিত এই আর্জেন্টাইন। জাতীয় দলের মতো ক্লাব ফুটবলেও মেসি-দি পল খেলতে চান এক সঙ্গে।
জুনে দল বদলের মৌসুমে মেসির ভবিষ্যত গন্তব্য নিয়ে এরই মধ্যে কানাঘুষা শুরু হয়েছে। পিএসজির সঙ্গে এখন পর্যন্ত চুক্তি নবায়ন না হওয়ায় কোথায় যাবেন, তা এখনো নিশ্চিত নয়। বার্সেলোনা, নিউ ওয়েল’স ওল্ড বয়েজে মেসির ফেরার গুঞ্জনও শোনা যাচ্ছে। আর্জেন্টাইন এই তারকা ফুটবলারকে অ্যটলেটিকো মাদ্রিদে যোগদান করতে বলছেন দি পল। স্পেনের রেডিও শো ‘এল লারগুয়োরোকে’ আর্জেন্টাইন এই মিডফিল্ডার বলেন, ‘মেসি এখানে আসুক। আমরা অ্যাঞ্জেলিতোকে (কোরেয়া) বলব ১০ নম্বর জার্সিটা তাকে (মেসি) দিতে এবং মাদ্রিদে একটা অ্যাপার্টমেন্ট খুঁজছি।’
আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে মেসির প্রতিনিধির সঙ্গে যোগাযোগের ব্যাপারে কিছু জানা না গেলেও একসঙ্গে খেলার আশা রাখছেন ডি পল। বড় অঙ্কের বেতনে ইন্টার মিয়ামি এবং সৌদি ক্লাব আল হিলালও মেসিকে দলে ভেড়াতে আগ্রহী এমন সংবাদও শোনা যাচ্ছে। দি পলের ডাকে সাড়া দিয়ে মেসি কি মাদ্রিদের এই ক্লাবে যোগ দেবেন কিনা সেটা দেখার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে শীতকালীন দল বদলের মৌসুম পর্যন্ত।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে