Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

৪৩ হাজার টাকা বেতনে এলজিইডি কল্যাণ সমিতিতে চাকরি

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৪:৩৮

৪৩ হাজার টাকা বেতনে এলজিইডি কল্যাণ সমিতিতে চাকরি এলজিইডি কল্যাণ সমবায় সমিতি (এলকেএসএস) লিমিডেট সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি তাদের নির্বাহী কর্মকর্তা পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন। 

পদের নাম: নির্বাহী কর্মকর্তা। 

পদের সংখ্যা: ১টি। 

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সরকারি বা বেসরকারি বাণিজ্যিক/শিল্প/ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোম্পানিতে উচ্চ ও মধ্য পর্যায়ের পদে নির্বাহী/প্রশাসনিক/ব্যবস্থাপনাসংক্রান্ত কাজে কমপক্ষে ১০ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতাসহ সমবায় আইন ও বিধি মোতাবেক সমিতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলে কাজ করার অভিজ্ঞতা ও ডেটাবেজ সম্পর্কে ধারণা থাকতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে এলজিইডির নবম ও তদূর্ধ্ব গ্রেডের পদে কমপক্ষে ১০ বছরের কারিগরি বা প্রকল্প ব্যবস্থাপনা কাজের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে। 

বেতন স্কেল: ৪৩,০০০-৬০,২০০ টাকা। 

আবেদনের প্রক্রিয়া: সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্তসহ আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রসহ সব সনদের সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র ও খামের ওপর পদের নাম ও প্রাতিষ্ঠানিক (এলকেএসএস লিমিটেড) প্রার্থী কি না, তা স্পষ্টভাবে উল্লেখ করে পাঠাতে হবে। 

আবেদনের ঠিকানা: ‘ব্যবস্থাপনা পরিচালক, এলকেএসএস লিমিটেড, ৬২, পশ্চিম আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ ’—এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে আবেদন পাঠাতে হবে। 

আবেদন ফি: আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) জমা দিতে হবে। 

আবেদনের শেষ সময়: ৬ এপ্রিল ২০২৩। 

সূত্র: বিজ্ঞপ্তি

 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     
    সরকারি চাকরি

    জাতীয় ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে চাকরির সুযোগ

    বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

    ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ৫ ও ৬ মে

    নৌবাহিনীতে চাকরির সুযোগ

    রেলপথ মন্ত্রণালয়ে ৫ পদে ১৭ জনের চাকরির সুযোগ

    কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডে চাকরি সুযোগ

    বাউফলে ২ স্কুলছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার ২ 

    বাবা হারিয়েছেন দক্ষিণী তারকা অজিত কুমার

    পটোলগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    মাদ্রাসার দেয়াল ধসে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

    ভারতের লোকসভার পদ হারালেন রাহুল গান্ধী 

    রেকর্ড ভাঙা হ্যারি কেইনকে কিংবদন্তি বললেন রুনি