Alexa
রোববার, ২৬ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

৯ মামলায় জামিন পেলেন ইমরান খান

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১০:১৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: এএফপি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ৯টি মামলায় জামিন পেয়েছেন। গতকাল শুক্রবার আদালতে হাজির হওয়ার পর ইমরান খানকে আটটি সন্ত্রাসবাদের মামলায় এবং একটি দেওয়ানি মামলায় জামিন মঞ্জুর করেছেন দেশটির শীর্ষ আদালত। এর আগে পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট একটি দুর্নীতি মামলায় ইমরানের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করেন। 

পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও টিভি জানিয়েছে, গতকাল ৭০ বছর বয়সী ইমরান খান জামিনের জন্য একটি বুলেটপ্রুফ গাড়িতে করে লাহোর হাইকোর্টে হাজির হয়েছিলেন। পরে বিচারপতি তারিক সেলিম শেখ ও বিচারপতি ফারুক হায়দারের সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ ইমরানের জামিন আবেদনের ওপর শুনানি করেন। 

ইসলামাবাদের পাঁচটি মামলার জন্য আদালত পিটিআই প্রধানকে ২৫ মার্চ পর্যন্ত এবং লাহোরের তিনটি মামলার জন্য ২৭ মার্চ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এ ছাড়া একটি দেওয়ানি মামলায়ও তাঁর জামিন মঞ্জুর করেছেন আদালত। 

এর আগে তোশাখানা মামলার শুনানির জন্য ইমরান খানকে জেলা আদালতে হাজির হওয়ার সুযোগ দিতে ১৮ মার্চ পর্যন্ত তাঁর বিরুদ্ধে জারি করা অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। আজ শনিবার তোশাখানার মামলায় হাজিরা দিতে ইসলামাবাদের একটি দায়রা আদালতে উপস্থিত হবেন ইমরান খান। ওই মামলা নিয়ে আজ শুনানি হওয়ার কথা রয়েছে। 

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলার আগ পর্যন্ত ইমরানকে গ্রেপ্তার করা হবে না। আগামী ১৯ মার্চ পিএসএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

গত বুধবার পাঞ্জাবের অন্তর্বর্তী তথ্যমন্ত্রী আমির মির জানিয়েছেন, ইমরানকে গ্রেপ্তার করতে গেলে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অস্থিতিশীলতার সৃষ্টি হয়। ফলে দেখা দেয় ব্যাপক ট্র্যাফিক জ্যাম। পরিস্থিতি বিবেচনায় গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশ দেন লাহোর হাইকোর্ট। কারণ ইমরানের বাড়ির অদূরেই পিএসএলের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তিনি। 

ইমরান খান বলেছেন পাকিস্তানের বিভিন্ন আদালতে তাঁর বিরুদ্ধে ৮০টিরও বেশি মামলা চলছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মোদিকে নিয়ে ৪ বছর আগের টুইট ভাইরাল, বিপাকে কংগ্রেসত্যাগী বিজেপি নেত্রী

    ইন্টারনেট আর্কাইভকে কপিরাইট আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত করল মার্কিন আদালত

    আমি খুশি, আমার সন্তানেরা আর টিকটক ব্যবহার করতে পারে না: ট্রুডো

    রাহুল গান্ধীর কারাদণ্ড: বিরোধীদের ‘সিস্টেম্যাটিক’ ঐক্য চায় কংগ্রেস

    রাশিয়ার মধ্যস্থতায় সম্পর্ক পুনঃস্থাপনে সৌদি-সিরিয়া আলোচনা

    ভারতের লোকসভার পদ হারালেন রাহুল গান্ধী 

     ৫১৭ রানের ম্যাচে বিশ্বরেকর্ড গড়া জয় দক্ষিণ আফ্রিকার 

    রমজানে সৌদি আরবে অমুসলিমেরাও যে কারণে রোজা রাখেন

    বুড়িচংয়ে যুবককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

    দুর্গাপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর বাড়ি বাড়ি অভিযান চালিয়ে গ্রেপ্তার ৭ 

    ধামরাইয়ে ওয়ার্ড আ. লীগের সভাপতির ওপর হামলা, থানায় মামলা 

    ছবিতে বিভিন্ন দেশে কয়েকজন নবীর সমাধি