Alexa
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

বর্ণিল আয়োজনে রজতজয়ন্তী উদ্‌যাপন করল স্মার্ট টেকনোলজিস

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ২৩:৩৬

 স্মার্ট টেকনোলজির বর্ণিল আয়োজনে রজতজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠান। ছবি: সংগৃহীত নানা আয়োজনে ব্যবসায়িক উদ্যোগের রজতজয়ন্তী উদ্‌যাপন করেছে বাংলাদেশে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিমিটেড। এ উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় জহির স্মার্ট টাওয়ারের মিলনায়তনে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, পরিচালক মো. তানভীর হোসেন, সনি সাউথ ইস্ট এশিয়া (আরএমডিসি) প্রেসিডেন্ট জেরেমি হেং চুন গুয়ান, ডিজিটাল ইমেজিং প্রোডাক্ট মার্কেটিং বিভাগের প্রধান সুম শু লিং করণ ও কর্মকর্তা কিয়াও ইং এবং সনি বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস। 

অনুষ্ঠানে সনি সাউথ ইস্ট এশিয়া (আরএমডিসি) প্রেসিডেন্ট জেরেমি হেং চুন গুয়ান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী সনি-স্মার্টের সকল শোরুমের সব পণ্যে ২৫ শতাংশ ক্যাশব্যাক সুবিধার ঘোষণা দেন। তিনি জানান, ক্যাশব্যাকের পাশাপাশি আকর্ষণীয় উপহারও পাবেন ক্রেতারা। 

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘২৫ বছর আগে খুব ছোট পরিসরে আমাদের কার্যক্রম শুরু করি। মাত্র তিন থেকে চারজন কর্মী নিয়ে স্মার্ট টেকনোলজিসের যাত্রা শুরু হয়। তাঁদের মধ্যে একজন এখনো আমাদের সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমাদের ব্যবসার অন্যতম অংশীদার আমাদের চ্যানেল পার্টনারেরা। আমরা বিশ্বাস করি পার্টনারশিপে। আমাদের ব্যবসার ৯০ ভাগই পার্টনারশিপের মাধ্যমে। পার্টনাররা হচ্ছেন আমাদের ব্যবসায়ের নিউক্লিয়াস।’ 

জহিরুল ইসলাম আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি ‘গ্রো টুগেদার অ্যান্ড উইন টুগেদার’। আমাদের ২৫ বছরের যাত্রায় আমরা অনেক মূল্যবান পার্টনার তৈরি করেছি। তাঁরাই আমাদের সকল অর্জনের গর্বিত অংশীদার। ক্রেতা ও পার্টনারদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনে আমরা চালু করেছি জি-ফাইভ পলিসি। এর আওতায় আমরা নিশ্চিত করছি জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সঙ্গে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশন। সামনের দিনেও এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, দেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ৮৫টি ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বাংলাদেশের বাজারে জাপানের বহুজাতিক শিল্পগোষ্ঠী সনি করপোরেশনের ইলেকট্রনিকস পণ্য ও সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বিক্রি করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ রয়েছে স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেড।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধন

    আমাদের তরুণদের মেধার ঘাটতি নেই: পলক

    অসহায়দের পাশে দাঁড়াতে গ্রাহকদের সুবিধা দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

    শিক্ষার্থীদের মেধা বিকাশে সনি-স্মার্টের ব্যতিক্রমী আয়োজন

    বিদেশ থেকে মুহূর্তেই টাকা আনা যাবে নগদে

    প্রিমিয়ার ব্যাংকের আনোয়ার খান মডার্ন হাসপাতাল উপশাখার উদ্বোধন

    প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

    সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ 

    অস্তিত্ব সংকটে গড়াই নদ

    ধার করে চলছে ৭৪% গরিব: জরিপ

    শুল্কায়নে দাম বাড়ায় খেজুর খালাসে ব্যাঘাত, দাম বাড়ার শঙ্কা

    প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আ.লীগপন্থী আইনজীবীর আইনি নোটিশ