Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

প্রথম ওয়ানডের আগে তামিম-মিরাজকে নিয়ে দুশ্চিন্তা 

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৬:৪১

প্রথম ওয়ানডের আগে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে রয়েছে দুশ্চিন্তা। ছবি: আজকের পত্রিকা সকালে গা গরমের ফুটবল খেলতে গিয়ে মুখে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয় মেহেদী হাসান মিরাজকে। যদিও সিটি স্ক্যানে খারাপ কিছু আসেনি। এরপর তাঁকে চোখের চিকিৎসকের কাছে পাঠানো হয়। সেখানের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল প্রথম ওয়ানডেতে নামার আগে আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘মিরাজ আজ পর্যবেক্ষণে থাকবে। কাল সকালে তার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। চোখের চিকিৎসক এই অবস্থা জানিয়েছে। বড় কিছু না, আশা করছি। চোখে রক্ত জমেছে। ভেতরে ব্লিডিং হয়েছে। ব্লিডিং হওয়া মানে খারাপ কিছু যে তা না। দুজন চিকিৎসক দেখেছেন, তাঁরা আজ পর্যন্ত দেখতে বলেছেন। এখন পর্যন্ত খেলবে কি খেলবে না কোনোটাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’

শঙ্কা আছে তামিম ইকবালকে নিয়েও। গত কদিন ধরে ভাইরাস জ্বরে ভুগছেন ওয়ানডে অধিনায়ক তামিম। যদিও আজ সকালে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। নেটে তাসকিন আহমেদ-হাসান মাহমুদদের বিপক্ষে বেশ সাবলীল খেলেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। ব্যাটিংয়ের মাঝে এবং অনুশীলনের পরে চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কয়েকবার আলোচনা করতে দেখে গেছে তামিমকে। এই আলোচনার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাঁকে নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে যান হাথুরুসিংহে।

তামিমের ফিটনেস নিয়ে এক প্রশ্নে হাথুরুসিংহে বলেছেন, ‘তার (তামিম) স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আছে, ফিটনেস নিয়ে নয়। আমার মনে হয়, তার ভাইরাস-জাতীয় কিছু সংক্রমণ হয়েছে। সে আজ ব্যাটিং ও ফিল্ডিং করবে। এরপর আমরা তাকে নিয়ে সিদ্ধান্ত নেব।’ গতকাল আয়ারল্যান্ড সিরিজের দল থেকেই ছিটকে গেছেন জাকির হাসান।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ম্যাচ চলার সময় ইফতারির জন্য বিরতি পাবেন সালাহ-কান্তেরা 

    ক্লাসেনের ঝোড়ো সেঞ্চুরিতে সিরিজ বাঁচাল প্রোটিয়ারা

    বরখাস্ত মেসিদের সাবেক কোচ

    আমাদের সময়ে হলে এত সেঞ্চুরি করতে পারত না কোহলি, দাবি শোয়েবের

    আজ এখানে কাল ওখানে, কীভাবে পারেন সাকিব

    সেঞ্চুরি বঞ্চিত মিঠুন, সিটির টানা হার

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড