বিশ্বকাপ জয়ের তিন মাস পর খেলতে নামছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ একটু বেশি। মনুমেন্টাল স্টেডিয়ামে ২৩ মার্চ আর্জেন্টিনা-পানামা ম্যাচের টিকিট চেয়েছেন ১৫ লাখেরও বেশি ভক্ত। লিওনেল মেসিদের এই ম্যাচের টিকিটের দাম প্রায় সাড়ে ৬ হাজার টাকা।
আর্জেন্টিনা-পানামা ম্যাচের টিকিটের ব্যাপারে বিস্তারিত জানিয়েছে রয়টার্স। মেসিদের এই ম্যাচের টিকিট কিনতে চেয়েছেন সাড়ে ১৫ লাখ মানুষ। টিকিটের দাম ধরা হয়েছে ১২ হাজার থেকে ৪৯ হাজার আর্জেন্টাইন পেসো, বাংলাদেশি টাকায় যা ৬৩৩৩ থেকে ২৫৮৬১ টাকা। ম্যাচ কাভার করতে ১ লাখ ৩১ হাজার সাংবাদিক চেয়েছেন অ্যাক্রেডিটেশন কার্ড। তবে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৮৩ হাজার।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ফুটবল নিয়ে এমন পাগলামিতে মুগ্ধ হয়েছে। তাপিয়া টুইট করেছেন, ‘সবার প্রত্যাশা পূরণ করতে পারলে ভালো লাগত। তবে তাতে আমাদের দুটি স্টেডিয়াম লাগবে। ফুটবল নিয়ে আর্জেন্টিনার পাগলামি আসলেই অন্যরকম।’
২৩ মার্চের পর আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে ২৭ মার্চ। মাদ্রে দে সিউদাদেস স্টেডিয়ামে কুরাকাওয়ের বিপক্ষে খেলবেন মেসিরা।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে