Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ঘরে থেকে কাজের অভিজ্ঞতা ভালো নয় মেটার, বললেন জাকারবার্গ

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৯:২৩

সম্প্রতি মেটার ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় জাকারবার্গ। ছবি: ফাইল ছবি করোনা মহামারির প্রথম দিকে যেসব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কর্মীদের প্রথম ঘর হতে কাজের অনুমতি দেয়, মেটার তাদের একটি। ২০২১ সালেও প্রতিষ্ঠানটি তাদের নমনীয় নীতিগুলো বজায় রাখে। এ সময় প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, কোম্পানির সমস্ত স্তরের কর্মীরা ঘরে থেকে কাজ করতে চাইলে সেই সুবিধা পাবে। তবে সম্প্রতি মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, যেসব কর্মীরা ঘরে থেকে কাজ করেছে, তাদের চেয়ে অফিসে এসে কাজ করা কর্মীদের পারফরমেন্স ভালো।

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, জাকারবার্গ বলেন, ‘কর্মীদের কাজ পর্যালোচনা করে প্রাপ্ত তথ্য অনুযায়ী, যে সব প্রকৌশলীরা অফিসে এসে কাজ করেছেন, তারা অন্যদের চেয়ে ভালো করেছেন।’ তিনি কর্মীদের একে অপরের সঙ্গে মিলেমিশে আরও কাজ করার সুযোগ খুঁজতে উৎসাহিত করেন।

জাকারবার্গ আরও বলেন, ‘যেসব প্রকৌশলীরা তাদের কর্মজীবনের শুরুতে সপ্তাহে কমপক্ষে তিন দিন সহকর্মীদের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন, তাঁরা আরও ভালো করেছেন।’ এদিকে আমাজন চলতি বছরের শুরুতে সপ্তাহে অন্তত তিন দিন অফিসে কাজ করার নিয়ম চালু করে। এদিকে মেটাও নিজের অবস্থান পুনর্বিবেচনা করছে।

সম্প্রতি, ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় মেটা। গত নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি। ছাঁটাই ছাড়াও নতুন করে নিয়োগও কমানোর সিদ্ধান্ত নিয়েছে মেটা। ছাঁটাইয়ের ঘোষণার পর বেড়েছে মেটার স্টক।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (১৪ মার্চ) মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ঘোষণা করেন, ‘আমাদের কর্মীর সংখ্যা ১০ হাজার কমাতে যাচ্ছি। এ ছাড়া, নতুন করে ৫ হাজার জনের নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ কম অগ্রাধিকারের প্রকল্পগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। পাশাপাশি কাঠামোতে উন্নতির ওপর জোর দিয়েছে প্রতিষ্ঠানটি।

কর্মীদের উদ্দেশ্যে  জাকারবার্গ বলেন, ‘এটি কঠিন, তবে এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। যারা  আমাদের সাফল্যের অংশ ছিলেন, সেই সব প্রতিভাবান সহকর্মীকে বিদায় জানাতে হচ্ছে। এমন খারাপ অর্থনৈতিক অবস্থা আরও কয়েক বছর থাকবে—এমনটা ধরে নিয়েই আমাদের প্রস্তুত হতে হবে।’ 

মেটায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে প্রি-মার্কেট ওপেনিংয়ে মেটার শেয়ারমূল্য প্রাথমিকভাবে বেড়েছে ৬ শতাংশ।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ‘আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলোর গভীর সংকটময় অবস্থার কারণেই মেটায় ছাঁটাই থামছে না। তার ওপর মেটার খারাপ ফলাফল এ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।’ রিপোর্ট বলছে, বিজ্ঞাপন বাবদ মেটার আয় কমেছে। গত নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাই ঘোষণা করেছিল মেটা। ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার ১৮ বছরের ইতিহাসে এত বড় ছাঁটাই কখনো হয়নি প্রতিষ্ঠানটিতে।

সাম্প্রতিক সময়ে টেক জায়ান্টগুলো নতুন প্রযুক্তির বদলে বেশি শিরোনাম হয়েছে কর্মী ছাঁটাইয়ের খবরে। গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে গুগল, আমাজন, মাইক্রোসফট, মেটার মতো প্রতিষ্ঠানগুলো। মহামারির সময় বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার, আমাজন ১৮ হাজার, টুইটার ৪ হাজার ও মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টেসলা, নেটফ্লিক্স, রবিন হুড, স্ন্যাপ, কয়েনবেস, স্পটিফাইয়ের মতো প্রতিষ্ঠানগুলোও কর্মী ছাঁটাইয়ের খাতায় নাম লিখিয়েছে। তবে টেক জায়ান্টদের তুলনায় সেই সংখ্যা বেশ কম। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, টেক জায়ান্টগুলোতে এত ছাঁটাইয়ের কোনো নির্দিষ্ট কারণ দেখানো হয়নি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুরের মৃত্যু 

    কম্পিউটারে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে এসেছে নতুন সুবিধা 

    কম্পিউটারে স্ক্রিনশট নিলেও চুরি হতে পারে তথ্য

    আইফোন ১৫— এ ফাস্ট চার্জিংয়ে লাগবে অ্যাপলের নিজস্ব কেবল 

    চ্যাটবট বার্ডের জিমেইল ডেটায় প্রশিক্ষিত হওয়ার দাবি অসত্য: গুগল

    গুগল ক্রোমে সর্বনিম্ন ১৫ মিনিটের সার্চ হিস্ট্রি মোছা যাবে 

    সড়ক দুর্ঘটনায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন কিশোরের

    তৃতীয় কন্যার বাবা হলেন মার্ক জাকারবার্গ 

    আমেরিকার নিজের বেলায় এক নীতি, অন্যের বেলায় ভিন্ন: মুক্তিযুদ্ধ মন্ত্রী

    চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ

    ইফতারের ৫ সুন্নত

    লবণপানিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন মরণফাঁদ