চোটে পড়ে প্রায় সময়ই মাঠের বাইরে থাকেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এসি মিলান বা সুইডেন—কোথাও খেলতে পারেন না নিয়মিত। প্রায় এক বছর পর সুইডেন দলে ফিরলেন ইব্রাহিমোভিচ।
২০২৪ ইউরো কোয়ালিফায়ারকে সামনে রেখে দল ঘোষণা করে সুইডেন। ইব্রার দলে ফেরার কথা নিশ্চিত করেছেন সুইডেনের কোচ জেন অ্যান্ডারসন। অ্যান্ডারসন বলেছেন, ‘জ্লাতান সাময়িক সময়ের জন্য বাইরে থাকলেও এখন সে ফিট। এই দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে সে অবদান রাখতে পারবে। বিশেষ করে মাঠে। মাঠের বাইরেও পারবে।’
সুইডেনের হয়ে এখন পর্যন্ত ১২১ ম্যাচ খেলেছেন ইব্রা। করেছেন ৬২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ২৫ গোলে। আর চলতি মৌসুমে এসি মিলানের হয়ে খেলেছেন তিন ম্যাচ। ৩ ম্যাচে কোনো গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি সুইডিশ এই সেন্টার ফরোয়ার্ড। এর আগে ২০১৬ সালে একবার অবসর নিয়েছিলেন ইব্রা। তখন প্রায় পাঁচ বছর পর আবার ফিরেছিলেন তিনি।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে