Alexa
রোববার, ২৬ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

এবার ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মেটা 

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৪:৫৬

গত নভেম্বর ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা। ফাইল ছবি এবার ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। গত নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি। ছাঁটাই ছাড়াও নতুন করে নিয়োগও কমানোর সিদ্ধান্ত নিয়েছে মেটা। ছাঁটাইয়ের ঘোষণার পর বেড়েছে মেটার স্টক।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (১৪ মার্চ) মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ঘোষণা করেন, ‘আমাদের কর্মীর সংখ্যা ১০ হাজার কমাতে যাচ্ছি। এ ছাড়া, নতুন করে ৫ হাজার জনের নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ কম অগ্রাধিকারের প্রকল্পগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। পাশাপাশি কাঠামোতে উন্নতির ওপর জোর দিয়েছে প্রতিষ্ঠানটি।

কর্মীদের উদ্দেশে জাকারবার্গ বলেন, ‘এটি কঠিন, তবে এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। যাঁরা আমাদের সাফল্যের অংশ ছিলেন, সেই সব প্রতিভাবান সহকর্মীকে বিদায় জানাতে হচ্ছে। এমন খারাপ অর্থনৈতিক অবস্থা আরও কয়েক বছর থাকবে—এমনটা ধরে নিয়েই আমাদের প্রস্তুত হতে হবে।’ 

মেটায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে প্রি-মার্কেট ওপেনিংয়ে মেটার শেয়ারমূল্য প্রাথমিকভাবে বেড়েছে ৬ শতাংশ।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ‘আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলোর গভীর সংকটময় অবস্থার কারণেই মেটায় ছাঁটাই থামছে না। তার ওপর মেটার খারাপ ফলাফল এ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।’ রিপোর্ট বলছে, বিজ্ঞাপন বাবদ মেটার আয় কমেছে। গত নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাই ঘোষণা করেছিল মেটা। ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার ১৮ বছরের ইতিহাসে এত বড় ছাঁটাই কখনো হয়নি প্রতিষ্ঠানটিতে।

সাম্প্রতিক সময়ে টেক জায়ান্টগুলো নতুন প্রযুক্তির বদলে বেশি শিরোনাম হয়েছে কর্মী ছাঁটাইয়ের খবরে। গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে গুগল, আমাজন, মাইক্রোসফট, মেটার মতো প্রতিষ্ঠানগুলো। মহামারির সময় বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার, আমাজন ১৮ হাজার, টুইটার ৪ হাজার ও মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। 

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টেসলা, নেটফ্লিক্স, রবিন হুড, স্ন্যাপ, কয়েনবেস, স্পটিফাইয়ের মতো প্রতিষ্ঠানগুলোও কর্মী ছাঁটাইয়ের খাতায় নাম লিখিয়েছে। তবে টেক জায়ান্টদের তুলনায় সেই সংখ্যা বেশ কম। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, টেক জায়ান্টগুলোতে এত ছাঁটাইয়ের কোনো নির্দিষ্ট কারণ দেখানো হয়নি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    নাসার সদরদপ্তরে স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা 

    টুইটারে ব্লু টিক লুকিয়ে রাখার সুবিধা আসছে 

    মাস্ক নিজেই টুইটারের দাম অর্ধেকেরও নিচে নামালেন

    অ্যাপল মিউজিকে ত্রুটি, অদলবদল হয়ে যাচ্ছে প্লেলিস্ট

    টিকটক, টুইটার, ইনস্টাগ্রামের ‘বিনোদনমূলক’ ব্যবহার নিষিদ্ধ করেছে ফ্রান্স

    মেটার এআর গ্লাস আসছে ২০২৭ সালে 

    এবার বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মেয়ের

    টি-টোয়েন্টিতে অধিনায়ক বদলে খেলবে আয়ারল্যান্ড

    মুন্সিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

    বিএনপির ডাকে পশুপাখিও পাত্তা দেয় না: পরিকল্পনামন্ত্রী

    কাঁঠালবাড়ীতে ট্রেনের ধাক্কায় ট্রাক্টরচালক নিহত

    সখীপুরে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু