যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনসহ মোট ৪৬ জন প্রেসিডেন্টের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে রেসলারদের আদলে তৈরি করেছেন ক্যাম হারলেস নামের এক ব্যক্তি। যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। প্রেসিডেন্টদের এমন শক্তিশালী মাংসপেশি, সিক্সপ্যাক দেখে হাস্যরস চলছে।
আজ রোববার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ফটোশপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রফেশনাল রেসলারদের আদলে তাঁদের এসব ছবি তৈরি করা হয়েছে। সৃজনশীল এই কাজটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। এ পর্যন্ত টুইটারে ৪০ লাখের বেশি মানুষ এটি দেখেছেন। এসব ছবিতে কমেন্টের বন্যা বইছে। মানুষজন ছবিগুলো দেখে নানা মত তুলে ধরছেন।
টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি মন্তব্য করেন, লিংকন সত্যি সত্যিই রেসলার ছিলেন। তাঁর উচ্চতা ছিল ৬ ফুট ৪ ইঞ্চি। রেসলার হিসেবে তাঁর পরিচিতি ছিল। এক যুগে মাত্র একবার তিনি পরাজিত হয়েছিলেন।
আরেকজন লেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ক্যাম হারলেসের তৈরি করা আরও বেশ কিছু ছবি ইতিপূর্বেও ভাইরাল হয়েছিল।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে