Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

সাকিবদের জন্য বোনাস ঘোষণা পাপনের

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০:২০

টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই করেছে বাংলাদেশে। ছবি: আজকের পত্রিকা   বাংলাদেশ দুর্দান্ত খেললে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বোনাস ঘোষণা খুব স্বাভাবিক ঘটনা। টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই করে যথারীতি বোনাস ঘোষণা করেছেন বিসিবি সভাপতি। সাকিবদের কত টাকা বোনাস দেওয়া হবে, সেটি জানাতে অবশ্য সময় নিয়েছেন পাপন।

আজ ম্যাচ শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের ক্রিকেটারদের বোনাস নিয়ে পাপন বলেছেন, ‘যেকোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা ওদেরকে ভালো বোনাস দেই। সব দলের সঙ্গে তো সিরিজ জেতা হয়ে গিয়েছিল। শুধু ইংল্যান্ড বাকি ছিল। ওদের সঙ্গে কোনো সিরিজ এর আগে আমরা জিতিনি।  সেজন্য তারা ওটা (বোনাস) পাবে।’ তিনি আরও যোগ করেছেন, ‘ওরা এটা বলছে (বোনাসের দাবি), বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো তো আছেই, একই সঙ্গে ধবলধোলাই করা। ওরা একটু বেশি চেয়েছে (বোনাস)। আমি বলেছি অবশ্যই হবে।’ 

বোনাসের অঙ্ক নিয়ে পাপন বললেন, ‘যেটা ওরা সব সময় পেয়ে থাকে, ওটাই পাবে। এর বাইরে ব্যক্তিগত পারফরম্যান্সের অনুযায়ী বলেছি, তোমরা ভাগ কর। পারফরম্যান্সের বোনাসটা আলাদা করে দেবে বিসিবি।’  পাপন আরও জানালেন, এখানে একটু হিসাবনিকাশের বিষয় আছে। হিসেব করেই বিসিবি জানাবে কত বোনাস পেতে যাচ্ছেন সাকিবরা, ‘এটা কত হবে, হিসাব না করে বলা যাবে না। কাল-পরশুর মধ্যে বলা যাবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ম্যাচ চলার সময় ইফতারির জন্য বিরতি পাবেন সালাহ-কান্তেরা 

    ক্লাসেনের ঝোড়ো সেঞ্চুরিতে সিরিজ বাঁচাল প্রোটিয়ারা

    বরখাস্ত মেসিদের সাবেক কোচ

    আমাদের সময়ে হলে এত সেঞ্চুরি করতে পারত না কোহলি, দাবি শোয়েবের

    আজ এখানে কাল ওখানে, কীভাবে পারেন সাকিব

    সেঞ্চুরি বঞ্চিত মিঠুন, সিটির টানা হার

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড