Alexa
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

প্রিমিয়ার লিগের অভিযোগের সিদ্ধান্তে অবাক ম্যান সিটি 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৪

প্রিমিয়ার লিগের অভিযোগের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে ম্যানচেস্টার সিটি। ছবি: সংগৃহীত আর্থিক অসঙ্গতির দায়ে ম্যানচেস্টার সিটিকে অভিযুক্ত করল ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অবাক হয়েছে ম্যান সিটি কর্তৃপক্ষ। 

একটি স্বাধীন কমিশন চার বছরের তদন্ত শেষে সিটিজেনদের শতাধিক অভিযোগে অভিযুক্ত করল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে এক বিবৃতিতে ম্যান সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রিমিয়ার লিগের নিয়ম ভাঙার যে অভিযোগ করা হয়েছে, তাতে ম্যানচেস্টার সিটি অবাক হয়েছে। বিশেষ করে ইপিএল আর্থিক অসঙ্গতির ব্যাপারে যে অভিযোগ করেছে। এই বিষয়ে একটি স্বাধীন কমিশনের রিভিউকে ক্লাব স্বাগত জানাচ্ছে। আমরা ব্যাপারটি খতিয়ে দেখছি। 

আবুধাবির সিটি ফুটবল গ্রুপ ২০০৮ সালে ম্যানচেস্টার সিটির মালিকানা কিনে নেয়। যেখানে সিটি ফুটবল গ্রুপের মালিক শেখ মানসুর। গত ১৫ বছরের ইতিহাসে আর্থিক ব্যাপারে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগে অভিযুক্ত করল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, সিটি যে নিয়ম ভেঙেছে, তা উয়েফার নীতিমালা ভঙ্গের সঙ্গে জড়িত। যার মধ্যে ২০১৩-১৪ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমের ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙা এবং ২০১৫-১৬ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগের আর্থিক লাভ এবং দীর্ঘস্থায়িত্বের নিয়ম ভাঙার অভিযোগ রয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    এক ওভারে ৬ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের এক স্কুল ক্রিকেটার

    কঠিন সময় নিয়ে অনুশোচনা নেই রোনালদোর

    টিভিতে আজকের খেলা (২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার) 

    ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর সিরিজ জয়

    মেসি মত পাল্টালে বোঝাবেন স্কালোনি

    সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার সামনে রোনালদো

    কয়রায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ 

    ‘বললেই গাইব’

    হঠাৎ ঘিরে ধরে টাকা–পয়সা ছিনিয়ে নিত ওরা

    সেচপাম্প

    ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

    ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু