যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক উপসহকারী মন্ত্রী কারা ম্যাকডোনাল্ডের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে।
তিন দিনের সরকারি সফরে ৭ ফেব্রুয়ারি তাঁর ঢাকায় পৌঁছানোর কথা ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন সফর স্থগিত হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
সফরকালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে কারা ম্যাকডোনাল্ডের আলোচনা হওয়ার কথা ছিল।
আগামী জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি এবং শ্রমমান সম্পর্কে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উদ্বেগের মধ্যে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ রোববারও দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের এসব বিষয় নিয়ে তাঁর দেশের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে