স্থানীয় ক্রিকেটার পারফরম্যান্সে আগেও হতাশা প্রকাশ করেছিলেন কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আজ তো রাখঢাক না রেখেই প্রশ্ন তুলেছেন দেশের ক্রিকেটারদের সাধারণ জ্ঞান বা কমনসেন্স নিয়ে।
বিপিএলের পরিসংখ্যান বলছে, ম্যাচের যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে ইনিংস বড় করার ক্ষেত্রে এখনো বিদেশি ক্রিকেটারদের তুলনায় পিছিয়ে স্থানীয় খেলোয়াড়েরা। আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা উঠতেই সালাউদ্দিন বললেন, ‘স্থানীয় খেলোয়াড়দের কাছে আমি একটা সামান্য কমনসেন্স (সাধারণ জ্ঞান) চাই, যে একটা কমনসেন্স যেন থাকে। তাদের আসলে কমনসেন্স আছে কি না, এটা নিয়েই আমার সন্দেহ!’
জাতীয় দলে থিতু হতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে অনেক বছর ধরে খেলছেন, এমন ক্রিকেটারের সংখ্যা নেহাত কম নয়। তাঁরা অভিজ্ঞ ক্রিকেটার হিসেবেই বিবেচিত। কিন্তু পরিচিত মাঠে এই অভিজ্ঞতা লাগাতে পারছেন না অনেকেই। এতে বেশ হতাশ সালাউদ্দিন। কুমিল্লা কোচ বললেন, ‘যদি ১৫ বছর ধরে ঘরোয়া ক্রিকেটে খেলেন, মিরপুরে খেলেন, আপনি জানেন যে, আসলে কী করতে হবে। সে সাধারণ জ্ঞান যদি আপনার না থাকে তাহলে… আসলে আমি মাঝে মাঝে খুবই হতাশ হই।’
স্থানীয় ক্রিকেটারদের নিয়ে হতাশা ঝরলেও সালাউদ্দিনের দল কুমিল্লা অবশ্য আজ মিরপুরে চট্টগ্রামের বিপক্ষে জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছে। তাঁর দলের প্লে-অফও নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে