Alexa
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

সেকশন

epaper
 
জানেন কি

মুম্বাইয়ের ফুটপাতে ঘুমিয়েছেন চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৭

বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ। ছবি: টুইটার বর্তমান সময়ের অন্যতম সেরা বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ। ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘দেব-ডি’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর মতো সিনেমা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু সেই অনুরাগ কাশ্যপই একসময় থাকতেন মুম্বাইয়ের ফুটপাতে।

সম্প্রতি ম্যাশবেল ইন্ডিয়ার ‘দ্য বম্বে জার্নি’ অনুষ্ঠানে হাজির হয়ে নিজের সংগ্রামের দিনগুলো নিয়ে কথা বলেছেন অনুরাগ কাশ্যপ। মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা নিজের ছবি ‘অলমোস্ট পেয়ার উইথ ডিজে মোহাব্বতে’র প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠানটিতে অংশ নেন তিনি। 

অনুরাগ কাশ্যপ বলেন, ‘মুম্বাইয়ে আসার পর আমার থাকার জায়গা ছিল না। পৃথ্বী থিয়েটারে লাগেজ রাখার জন্য বিশেষ অনুমতি নিয়েছিলাম। মুম্বাইয়ের জুহু সিগন্যালের মাঝখানে তখন একটা বাগানের মতো জায়গা ছিল, সে জায়গাটাতে কোনো সিগন্যাল ছিল না। আমরা সেখানেই ঘুমাতাম। কিন্তু মাঝেমধ্যে আমাদের সেখান থেকেও বের করে দেওয়া হতো। এখান থেকে সরিয়ে দিলে আমরা ভারসোভা লিংক রোডে চলে যেতাম। ওখানের ফুটপাত ছিল অনেক চওড়া; আমরা সবাই লাইন দিয়ে ঘুমাতাম। কিন্তু ওখানে শোয়ার জন্য আমাদের ছয় রুপি করে দিতে হতো।’ 

মুম্বাইয়ের রাস্তায় জীবনের কঠিন সময়গুলো কাটিয়েছি উল্লেখ করে অনুরাগ কাশ্যপ বলেন, ‘এই মুম্বাইতে তিন দশক কাটিয়ে দিলাম। মুম্বাইয়ের প্রতিটি কোণ, রাস্তায় আমার অনেক গল্প জমা আছে।’ 

অনুরাগ কাশ্যপ আরও বলেন, ‘আমার দ্বিতীয় সিনেমা ‘পাঁচ’ মুক্তির আগের দিন আমি একটা ঘরে বন্দী হয়ে মদ খেয়েছিলাম। নেশার জন্য তখন আরতি (প্রাক্তন স্ত্রী) আমাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। তখন আমার মেয়ের বয়স মাত্র চার বছর। ওই সময়টা আমার জন্য অনেক কঠিন ছিল। সে দিনগুলো মনে হলে বিষণ্নতায় ডুবে যাই।’ 

উল্লেখ্য, বর্তমানে অনুরাগ কাশ্যপ ব্যস্ত সময় পার করছেন তাঁর নতুন ছবি ‘অলমোস্ট পেয়ার উইথ ডিজে মোহাব্বত’-এর প্রচার নিয়ে। আগামীকাল ৩ ফেব্রুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে অভিনয় করেছেন করণ মেহতা ও আলিয়া এফ। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    চলে গেলেন মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান

    বীরের জন্মদিনে যা লিখলেন বুবলি

    যে সিনেমার রহস্যের জট ৫০ বছরেও খোলেনি

    রহমত উল্ল্যাহকে ‘বাটপার’ বললেন শাকিব খান

    শাকিব খান ডিবি কার্যালয়ে 

    এনবিআরের ওপর ক্ষুব্ধ ব্যবসায়ীরা

    বিশ্বজুড়ে গুগলের পরিষেবা গুলোতে বিভ্রাট   

    ‘বাজারের ভোজ্যতেলের সিংহভাগ ভেজাল’

    ভোটের মাঠে

    হবিগঞ্জ-২: মনোনয়নপ্রত্যাশীর ছড়াছড়ি আ.লীগে

    রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

    চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১