Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

মেহেদী ঝড়ে শেষ চারের স্বপ্নভঙ্গ ঢাকার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৭:১৪

 ম্যাচজয়ী ইনিংস খেলেছেন শেখ মেহেদী হাসান। ছবি: সৌজন্য আজ রংপুর রাইডার্সকে হারাতে পারলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শেষ চারের আশা টিকে থাকত ঢাকা ডমিনেটরসের। কিন্তু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরের কাছে উল্টো হেরে স্বপ্নভঙ্গ হলো ঢাকার। 

আজ বিপিএলে নিজেদের নবম ম্যাচে রংপুরের কাছে ৫ উইকেটে হেরেছে ঢাকা। এতে ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে রংপুর। ৯ ম্যাচে দুই জয় ও ৭ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে ঢাকা। লিগ পর্বে তাদের বাকি আছে আর তিন ম্যাচ। সবগুলো ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ১০। কিন্তু ইতিমধ্যে ঢাকা পয়েন্টের সঙ্গে নেট রান রেটেও অনেক পিছিয়ে আছে শীর্ষ চারে থাকা দলগুলো থেকে। 

টস জিতে ঢাকাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। উসমান গনির ফিফটিতে ৫ উইকেটে ১৪৪ রান করে ঢাকা। দলের হয়ে উসমান সর্বোচ্চ ৫৫ বলে ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ২২ বলে ২৯ রান আসে নাসির হোসেনের ব্যাট থেকে। উইকেট হাতে থাকা সত্ত্বেও ঝড় তুলতে পারেননি ঢাকার ব্যাটাররা। 

রংপুরের হয়ে আজমতউল্লাহ ওমরজাই ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। রাকিবুল হাসান ও শেখ মেহেদী হাসান নেন একটি করে উইকেট। 

 ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। ইনিংসের দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগেই মোহাম্মদ নাঈম শেখের উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেটে মেহেদী ও রনি তালুকদারের ৬৩ রানের জুটিতে সেই ধাক্কা সামলিয়ে ওঠে রংপুর। ২৯ রান করে তাসকিন আহমেদের ক্যাচে আমির হামজা ড্রেসিংরুমে ফেরান রনিকে। শোয়েব মালিক ও সোহানও ফেরেন দ্রুত। 

দারুণ ব্যাটিং করে মেহেদী তুলে নেন এই বিপিএলে প্রথম ফিফটি। ৪৩ বলে ৭২ রান আসে তাঁর ব্যাট থেকে। ইনিংসে ছিল ৫ ছক্কা ও ৬টি চার। ষষ্ঠ উইকেটে আজমতউল্লাহ ও মোহাম্মদ নওয়াজ রংপুরের জয় নিশ্চিত করেন। নওয়াজ ১৭ ও আজমতউল্লাহ ১২ রানে অপরাজিত থাকেন। 

ঢাকার হয়ে সালমান ইরশাদ ৪ ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচ সেরা হয়েছেন শেখ মেহেদী।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সাকিবরা আইপিএলে খেলার সুযোগ পাবেন কি না সংশয় পাপনের

    উইকেট কেমন হবে তা নিয়ে ভাবেননি তাসকিন 

    এটা হতেই পারে, আয়ারল্যান্ডের কাছে হারের ব্যাখ্যায় সাকিব

    বিশ্বজয়ী আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

    শেষ টি-টোয়েন্টি জিতে ধবলধোলাই এড়াল আয়ারল্যান্ড 

    কলকাতার ২৬ জনের তালিকায় কেন নেই সাকিব-লিটন

    বাজারে যাওয়ার পথে নিখোঁজ, গলার সঙ্গে হাঁটু বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

    কার্ড ছাড়া টিসিবির পণ্য না দেওয়ায় ইউপি সদস্যসহ ৩ জনকে মারধর

    লিফটের গর্তে শিশুর লাশ: ভবন মালিকের বিরুদ্ধে মামলা

    তিন মাসে নির্যাতন ও হয়রানির শিকার ৫৬ সাংবাদিক: আসক

    সাকিবরা আইপিএলে খেলার সুযোগ পাবেন কি না সংশয় পাপনের

    আয় বলতে সম্বল বড় ছেলের গানের গলা