Ajker Patrika

সাকিব-শিশিরের জুটি পা দিল দশে 

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৮: ৩২
সাকিব-শিশিরের জুটি পা দিল দশে 

১২-১২-১২। যে তারিখটি প্রতি ১০০ বছরে আসে একবার। নয় বছর আগে এমন এক বিশেষ দিনেই গাঁটছড়া বেঁধেছিলেন সাকিব আল হাসান ও উম্মে আহম্মেদ শিশির। মাঠে সব সময় সবার চেয়ে ভিন্ন কিছু করতে চাওয়া সাকিব বিয়ের তারিখটাও বেছে নিয়েছেন সেভাবেই। 

সাকিব-শিশিরের প্রথম পরিচয়ে হয়েছিল ফেসবুকে। এরপর সাকিব ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গেলে দুজনের প্রথম সাক্ষাৎ। সম্পর্ক জমে উঠতে আর সময় লাগেনি, দ্রুতই প্রেমের সম্পর্কে রূপ নিয়েছে। প্রেম থেকেই পরিণয়ে জীবনের ইনিংস শুরুটা হয়েছিল শতাব্দীর ১২ তম বছরের ১২ তম মাসের ১২ তারিখে। ২০২১ সালে এসে এই ইনিংস দশম বছরে পা রাখল। 

সাকিব শিশিরের নবম বিবাহবার্ষিকী আজবিবাহবার্ষিকীতে সাকিব এবার পরিবারের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রে। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি পোস্ট করেছেন সাকিব শিশির দুজনই। দুজনের এই পথ চলা নিয়ে অল্প কথায় সাকিবের ভালোবাসার বহিঃপ্রকাশ, ‘আমার একমাত্র এবং সারা জীবনের সঙ্গিনীর সঙ্গে নয় বছর অতিবাহিত হলো। বছর যাচ্ছে, কিন্তু তোমাকে ঘিরেই আমার প্রতিদিনের স্বপ্ন।’ 

সাকিব শিশিরের নবম বিবাহবার্ষিকী আজগত নয় বছরে ভালো সময় খারাপ সময় সবই পার করেছেন দুজনে মিলে। একজন আরেকজনের ভরসায় হয়ে উঠেছেন এই সময়ে। শিশিরের চাওয়া সারা জীবন যেন এভাবেই চলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব স্ত্রী লিখেছেন, ‘হাসি, কান্না, দারুণ সব মুহূর্ত—এভাবেই আমাদের নয়টি বছর অতিবাহিত হলো। কারণ, এই মুহূর্ত এবং সারা জীবন আমরা একে-অপরের ভরসার প্রতীক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ