নিজস্ব প্রতিবেদক
নারী ও কন্যাশিশুর ওপর নির্যাতন জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে জানিয়েছেন নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটির নেতারা। তাঁরা বলেন, সম্প্রতি নারীর প্রতি যে ধরনের সহিংসতার ঘটনা ঘটছে, তা কেবল নারীর ইস্যু নয়; এটি একটি সামাজিক সমস্যা। এই সমস্যা দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি কার্যক্রম নিতে হবে।
১৯ মার্চ সেগুনবাগিচার আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘ঢাকাতে নারী ও কন্যার প্রতি সহিংসতার বর্তমান পরিস্থিতি ও করণীয়’ বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নারী ও কন্যার প্রতি বর্তমান ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। এসব সহিংসতা বন্ধে আশু এবং কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটির আহ্বায়ক ও মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, বর্তমানে নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে গেছে এবং এ ব্যাপারে বিশেষ প্রবণতা দেখা যাচ্ছে। যেহেতু নারী দুর্বল,
তাই নারীর প্রতি ক্ষমতা প্রদর্শন করা হয়। বিশেষ বিশেষ পরিস্থিতিতে নারী ও কন্যার প্রতি সহিংসতা বেড়ে যায়। ফলে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
নারী ও কন্যাশিশুর ওপর নির্যাতন জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে জানিয়েছেন নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটির নেতারা। তাঁরা বলেন, সম্প্রতি নারীর প্রতি যে ধরনের সহিংসতার ঘটনা ঘটছে, তা কেবল নারীর ইস্যু নয়; এটি একটি সামাজিক সমস্যা। এই সমস্যা দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি কার্যক্রম নিতে হবে।
১৯ মার্চ সেগুনবাগিচার আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘ঢাকাতে নারী ও কন্যার প্রতি সহিংসতার বর্তমান পরিস্থিতি ও করণীয়’ বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নারী ও কন্যার প্রতি বর্তমান ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। এসব সহিংসতা বন্ধে আশু এবং কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটির আহ্বায়ক ও মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, বর্তমানে নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে গেছে এবং এ ব্যাপারে বিশেষ প্রবণতা দেখা যাচ্ছে। যেহেতু নারী দুর্বল,
তাই নারীর প্রতি ক্ষমতা প্রদর্শন করা হয়। বিশেষ বিশেষ পরিস্থিতিতে নারী ও কন্যার প্রতি সহিংসতা বেড়ে যায়। ফলে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
নারীবাদ একটি সামাজিক, রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক আন্দোলন, যা লিঙ্গ সমতার পক্ষে কাজ করে। নারীবাদীরা বিশ্বাস করেন যে, নারী ও পুরুষের সমান অধিকার ও সুযোগ পাওয়া উচিত এবং তারা নারী নির্যাতন, লিঙ্গবৈষম্য, ও পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেন। নারী অধিকারকর্মী ও নারীবাদীরা শুধুমাত্র নারীদের অধিকারের জন্য নয়...
১ দিন আগেসারা দেশে শিশু ও নারীদের প্রতি যৌন সহিংসতা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে শিশু সুরক্ষা এবং শিশু অধিকারের জন্য নিবেদিত ২৬টি এনজিওর (বেসরকারি সংস্থা) সমন্বয়ে গঠিত ‘শিশু যৌন নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক’।
৩ দিন আগেদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নারীর নিরাপত্তা ও নারীর মানবাধিকার নিশ্চিত করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহনের দাবি জানিয়েছে ‘নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটি’। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কমিটির চেয়ারপারসন ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম ও আহ্বায়ক ডা. ফওজ
৪ দিন আগেনারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে স্মারকলিপি দেওয়ার জন্য ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামক প্ল্যাটফর্মের পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাঁধা দেয় এবং একপর্যায়ে লাঠিপেটা করে...
৪ দিন আগে